November 24, 2024 - 1:10 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনবলিউড বাদশা শাহরুখ খানের ৫৯তম জন্মদিন আজ

বলিউড বাদশা শাহরুখ খানের ৫৯তম জন্মদিন আজ

spot_img

বিনোদন ডেস্ক : বলিউড বাদশার সবকিছুতে বাদশাহী ভাব থাকবে এটাই তো স্বাভাবিক। জীবনযাপন, প্রতিটি জন্মদিনের আয়োজন, সিনেমার জনপ্রিয়তা- কোনখানে নেই তার রাজকীয় ব্যাপার! তিনি হলেন শাহরুখ খান। আজ (২ নভেম্বর) বলিউড বাদশা খ্যাত এ অভিনেতার জন্মদিন। কিং অব রোমান্স খ্যাত এ তারকা এরই মধ্যে জীবনের ৫৮টি বসন্ত পার করেছেন। তার জন্মদিন মানেই তার অনুরাগীদের জন্য অন্যরকম উন্মাদনা।

অনেকেই শাহরুখকে ভালোবেসে বলিউড মহাতারকাও বলে থাকেন। আসলেই তিনি তাই। কিং খানের ক্যারিয়ারের গল্প মানে সাফল্যের জয়গাথা। তবে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ অভিনীত ‘জিরো’ সিনেমায় বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর তিনি দীর্ঘ ৪ বছর তার নতুন কোনো সিনেমা দেখতে পায়নি দর্শকরা। কিন্তু ৪ বছর অর্থাৎ ২০২৩ সালের ২৫ জানুয়ারি তিনি রীতিমতো চমক সৃষ্টি করে ‘পাঠান’ সিনেমা নিয়ে ফিরলেন সেই বাদশাহী মেজাজে। সিনেমাটি দিয়ে তিনি রীতিমতো ঝড় বইয়ে দিলেন। বলিউডের একের পর এক রেকর্ড ভেঙে দিলেন।

শাহরুখের ৪ বছরের দীর্ঘ বিরতি দেখে অনেকেই মনে করেছিলেন শাহরুখ বুঝি আর স্বরূপে ফিরতে পারবেন না। কিন্তু তিনি গত বছর তিনটি সুপার হিট সিনেমা দিয়ে জানিয়ে দিয়েছেন, ‘শাহরুখ আসলেই বলিউডের চিরকালের বাদশা’।

চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে বড়পর্দায় প্রত্যাবর্তন হয়েছে শাহরুখ খানের- গত বছর এ খবর ছিল অনুরাগীদের কাছে চমক জাগানিয়া ব্যাপার। শাহরুখপ্রেমীদের উন্মাদনা ছিল সত্যিই উপভোগ্য। মুক্তির দিন হতেই ‘পাঠান’ দেখার জন্য ভোর থেকেই সিনেমাহলের সামনে লম্বা লাইনে দর্শকদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আর এ লাইনে শুধু সাধারণ দর্শক নয়, ছিলেন সেলেব্রিটিরাও। কেউ বলিউডের, কেউ বা আবার টালিউডের। ‘পাঠান’ সিনেমাটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি বলিউডে ইতিহাস তৈরি করেছে।

এরপর গত বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পায় ‘জওয়ান’ সিনেমাটি। এটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। হিন্দি সিনেমার আলোকে এ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে। প্রথম দিনে বিশ্বজুড়ে ১২৯.০৬ কোটি রুপি দিয়ে আয় শুরু হয় ‘জওয়ান’ সিনেমাটির যাত্রা। তারপর থেকে সেই ঝড় চলে অনেক দিন।

‘জওয়ান’ বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু এ তিন ভাষায় মুক্তি পায়। অ্যাকশনে ভরপুর এ সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। ‘জওয়ান’ মূলত বাবা ও ছেলের গল্প। এ দুই চরিত্রেই দেখা গেছে শাহরুখকে। এটি নির্মাণ করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলি।

গত বছরের শেষ দিকে অর্থাৎ, ২১ ডিসেম্বর মুক্তি পায় শাহরুখ অভিনীত সিনেমা ‘ডানকি’। এটিও ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মাঝে ‘ডানকি’ সিনেমায় শাহরুখের অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে। সিনেমাটি ভারতের রাষ্ট্রপতি ভবনেও প্রদর্শন করা হয়। অভিবাসন সমস্যার মতো একটি বিষয়কে সিনেমার গল্পে তুলে এনেছেন পরিচালক রাজ কুমার হিরানি।

বলিউড বাদশাহর ৫৯তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বাদশাহি আয়োজন করা হয়েছে। আজ শাহরুখের জন্মদিনে তার বাসভবন ‘মান্নাত’ সেজে উঠছে আলোর ঝলকানিতে। অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী গৌরী খান। এ অনুষ্ঠানেই শাহরুখের আগামী সিনেমা ‘কিং খান’ নিয়ে আসছে আনুষ্ঠানিক ঘোষণা।

জন্মদিনের অনুষ্ঠানে আড়াইশোর বেশি অতিথি আসবেন বলে জানা গেছে। অতিথিদের মধ্যে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রানবীর সিং, রাণবীর কাপুর, কাজল, অজয় দেবগনের মতো তারকারা রয়েছেন। একটি সূত্রে জানা গেছে, বিদেশ থেকেও আসবেন বেশ কিছু তারকা। বিনোদন জগতের বাইরে ক্রীড়া অঙ্গনের কিছু তারকা এবং কয়েকজন ব্যবসায়ীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

গৌরী জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ থিম ঠিক করেছেন। অথিতিদের কেউ কেউ শাহরুখের জনপ্রিয় কিছু সিনেমার চরিত্রের সাজে সেজে আসবেন। এছাড়া অনুষ্ঠানে থাকছে শাহরুখের মেয়ে সুহানা খান ও বড় ছেলে আরিয়ান খানের বিশেষ পরিবেশনা।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ৪০তম এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আজ (২৪ নভেম্বর) রবিবার দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর ৪০তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। দি...

৪৫০ রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা

স্পোর্টস ডেস্ক : জাস্টিন গ্রেভসের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে ৪৫০...

পিপলস লিজিংয়ের পর্ষদ সভা ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ নভেম্বর বিকাল ৩ টায় কোম্পানিটির...

ন্যাশনাল ফিডের পর্ষদ সভা ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ফিড মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ নভেম্বর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা...

সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি: তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কর্পোরেট সংবাদ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো...

এসকে ট্রিমসের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি...

বীচ হ্যাচারির পর্ষদ সভা ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীচ হ্যাচারি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত...

গ্লোবাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (২৩...