November 22, 2024 - 5:50 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাঅলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে মিরাজ

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে মিরাজ

spot_img

স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় তৃতীয়স্থানে উঠেছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বোলারদের তালিকায় দীর্ঘ সাড়ে ছয় বছর পর শীর্ষে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

বুধবার (৩০ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংস ১৩ রানে আউট হন মিরাজ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ¦লে উঠেন তিনি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে আউট হন মিরাজ। সপ্তম উইকেটে অভিষিক্ত জাকের আলির সাথে ১৩৮ রানের জুটি গড়েছিলেন তিনি। এতে ইনিংস ব্যবধানে হারের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। তারপরও ৭ উইকেটে ম্যাচ হেরে যায় টাইগাররা।

এছাড়া ঐ টেস্টে বল হাতে ৭৬ রানে ২ উইকেট নিয়েছিলেন মিরাজ। অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ২৯৪ রেটিং নিয়ে তৃতীয়স্থানে উঠেছেন তিনি। শীর্ষ দু’টিস্থানে আছেন যথাক্রমে- ভারতের রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন। জাদেজার ৪৩৪ ও অশ্বিনের আছে ৩১৫ রেটিং।

ব্যাটিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। ৯ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে উঠেছেন তিনি। তবে বোলিং তালিকায় দুই ধাপ পিছিয়ে ২১তমস্থানে নেমে গেছেন মিরাজ।

মিরাজের মত ৯ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়ের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩০ ও ৪০ রান করেছিলেন জয়। বর্তমানে ৭৫ নম্বরে আছেন জয়।

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সবার ওপরে ২৬তমস্থানে আছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে ২৬ রানে ৩ এবং ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রাবাদা। এই পারফরমেন্সের সুবাদে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৮৬০ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন রাবাদা। সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে নিউল্যান্ডসে ভারতের বিপক্ষে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিয়ের শীর্ষে উঠেছিলেন রাবাদা। এরপর এক বছর শীর্ষস্থান ধরে রাখেন তিনি।

শীর্ষে উঠার ফেরার পথে ভারতের অশ্বিন, জসপ্রিত বুমরাহ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে পেছনে ফেলেন রাবাদা।

বোলারদের তালিকায় বাংলাদেশের পক্ষে সবার ওপরে আছেন স্পিনার তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সুবাদে ৩ ধাপ এগিয়ে ১৮তমস্থানে জায়গা করে নিয়েছেন তাইজুল।

রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৯ উইকেট নেন পাকিস্তানের স্পিনার নোমান আলি। ৮ ধাপ এগিয়ে নবমস্থানে উঠেছেন তিনি। প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন নোমান।

এছাড়া ভারতের বিপক্ষে পুনে টেস্টে ১৩ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ে এগিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। ৩০ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠেছেন তিনি। ২০১৭ সালে ক্যারিয়ার সেরা ৩৯তমস্থানে উঠেছিলেন স্যান্টনার।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...