October 31, 2024 - 5:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাঅলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে মিরাজ

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে মিরাজ

spot_img

স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় তৃতীয়স্থানে উঠেছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বোলারদের তালিকায় দীর্ঘ সাড়ে ছয় বছর পর শীর্ষে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

বুধবার (৩০ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংস ১৩ রানে আউট হন মিরাজ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ¦লে উঠেন তিনি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে আউট হন মিরাজ। সপ্তম উইকেটে অভিষিক্ত জাকের আলির সাথে ১৩৮ রানের জুটি গড়েছিলেন তিনি। এতে ইনিংস ব্যবধানে হারের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। তারপরও ৭ উইকেটে ম্যাচ হেরে যায় টাইগাররা।

এছাড়া ঐ টেস্টে বল হাতে ৭৬ রানে ২ উইকেট নিয়েছিলেন মিরাজ। অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ২৯৪ রেটিং নিয়ে তৃতীয়স্থানে উঠেছেন তিনি। শীর্ষ দু’টিস্থানে আছেন যথাক্রমে- ভারতের রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন। জাদেজার ৪৩৪ ও অশ্বিনের আছে ৩১৫ রেটিং।

ব্যাটিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। ৯ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে উঠেছেন তিনি। তবে বোলিং তালিকায় দুই ধাপ পিছিয়ে ২১তমস্থানে নেমে গেছেন মিরাজ।

মিরাজের মত ৯ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়ের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩০ ও ৪০ রান করেছিলেন জয়। বর্তমানে ৭৫ নম্বরে আছেন জয়।

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সবার ওপরে ২৬তমস্থানে আছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে ২৬ রানে ৩ এবং ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রাবাদা। এই পারফরমেন্সের সুবাদে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৮৬০ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন রাবাদা। সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে নিউল্যান্ডসে ভারতের বিপক্ষে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিয়ের শীর্ষে উঠেছিলেন রাবাদা। এরপর এক বছর শীর্ষস্থান ধরে রাখেন তিনি।

শীর্ষে উঠার ফেরার পথে ভারতের অশ্বিন, জসপ্রিত বুমরাহ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে পেছনে ফেলেন রাবাদা।

বোলারদের তালিকায় বাংলাদেশের পক্ষে সবার ওপরে আছেন স্পিনার তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সুবাদে ৩ ধাপ এগিয়ে ১৮তমস্থানে জায়গা করে নিয়েছেন তাইজুল।

রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৯ উইকেট নেন পাকিস্তানের স্পিনার নোমান আলি। ৮ ধাপ এগিয়ে নবমস্থানে উঠেছেন তিনি। প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন নোমান।

এছাড়া ভারতের বিপক্ষে পুনে টেস্টে ১৩ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ে এগিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। ৩০ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠেছেন তিনি। ২০১৭ সালে ক্যারিয়ার সেরা ৩৯তমস্থানে উঠেছিলেন স্যান্টনার।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজন পারিবারিক সচেতনতা

নিজস্ব প্রতিবেদক : মাদকমুক্ত সমাজ গড়তে পারিবারিক সচেতনতার পাশাপাশি মাদক নির্ভরশীলদের সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে হলে চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে অভিভাবকদের সঠিক ধারণা রাখতে হবে। বৃহস্পতিবার...

ব্লাড ক্যান্সারের চিকিৎসা নিয়ে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র বৈজ্ঞানিক আলোচনা সভা অনুষ্ঠিত

কর্পোরেট সংবাদ ডেস্ক: সম্প্রতি এভারকেয়ার হসপিটাল ঢাকা ‘ট্রান্সফর্মিং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এন্ড হেমাটোলজি ইন বাংলাদেশ’ বিষয়ে একটি বৈজ্ঞানিক আলোচনা সভা আয়োজন করে ও এই...

সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘‘শক্তিশালী আগামীর পথে, এগিয়ে চলি একসাথে” শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: সহনশীলতা (Resilience), পুনরুদ্ধার (Recovery) ও নবজাগরণ (Rejuvenate) এই 3Rকে নতুন মোটো হিসেবে নিয়ে ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী...

ছাদখোলা বাসে চড়ে বাফুফের পথে সাফ চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক : বুধবার (৩০ অক্টোবর) নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলার নারীরা। তাই গতবারের মতো এবারও...

৩য় প্রান্তিকে ডিবিএইচের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই—সেপ্টেম্বর) কর পরবর্তী নিট মুনাফা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সাথে কোম্পানির ২০২৪ সালের...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৬তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৩৮৬তম সভা বুধবার (৩০ অক্টোবর) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের...

নোয়াখালীর এক উপজেলায় ২০ ইটভাটা, বন্ধের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রায় ২০টি ইটভাটা। যার বেশির ভাগ ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঁচা কাঠ। এসব ইটভাটা বন্ধের দাবিতে...

ময়মনসিংহ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ দুইজন ডেঙ্গু রোগির মৃত্যু হয়েছে। বুধবার (৩০...