November 22, 2024 - 5:33 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যবেনাপোল দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ

বেনাপোল দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ

spot_img

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট উপারে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বন্ধ রয়েছে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। এছাড়া বন্ধ রয়েছে আমদানি ও রফতানি বাণিজ্য।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে যাত্রী পারাপার বন্ধ রেখেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিকাল ৪টার পর যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছেন। যাত্রী যাতায়াত বন্ধ থাকায় দু’দেশের বন্দর এলাকায় শত শত পাসপোর্টধারী যাত্রী আটকা পড়েছে। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভারতগামী যাত্রী দেবাশীষ চক্রবর্তী বলেন, চিকিৎসার জন্য পরিবার নিয়ে ভারতে যাওয়ার জন্য এসেছি। বেনাপোল বন্দরে আসার পর শুনছি ৪ টার আগে ভারতে যাওয়া যাবে না। পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের পর তারা যাত্রী নেবে বলে শুনছি। অপর যাত্রী লক্ষী রানী জানান , আমি ঢাকা থেকে আসছি ভারত যাব। এসেই পড়েছি বড় বিপদে। ভারতের পেট্রাপোল বর্ডারে কী কী নাকি উদ্বোধন হবে। সে জন্য আমরা যেতে পারছি না। দুপুরের পর দিকে যাওয়া যাবে বলে ইমিগ্রেশনের স্যারেরা বলছেন।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক রাশেদুল সজীব নাজির জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওপারের পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করছেন। তার নিরাপত্তাজনিত কারণে শনিবার থেকে আজ রোববার পর্যন্ত আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রেখেছে সে দেশের ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চালু হবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-২) ওমর ফারক মজুমদার বলেন, পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমার হোয়াটসঅ্যাপে একটি ম্যাসেজ পাঠিয়ে জানিয়েছেন, ভারতের পেট্রাপোল বন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের জন্য আসছেন সে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নিরাপত্তার জন্য আমদানি-রফতানিসহ যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। দুপুর ৪ টার পর যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে বলে উনারা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...