স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন মেহেদি হাসান মিরাজ ও জাকির আলি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে সপ্তম উইকেটে ২৪৫ বল খেলে ১৩৮ রানের জুটি গড়েন মিরাজ ও জাকির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোন উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান।
মিরাজ ৭২ ও জাকির ৫৮ রান করেন। এতে ভেঙ্গে গেছে দুই সাবেক ক্রিকেটার জাভেদ ওমর ও হাবিবুল বাশার সুমনের ২১ বছর আগের রেকর্ডটি। ২০০৩ সালে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়েছিলেন জাভেদ ও হাবিবুল। ঐ জুটিতে হাবিবুল ৭৫ ও জাভেদ ৭১ রান করেছিলেন। ঐ ম্যাচটি ইনিংস ও ৬০ রানে হেরেছিলো বাংলাদেশ।
চলমান টেস্টে ১১২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর জুটি বাঁধেন মিরাজ ও জাকির। দলীয় ২৫০ রানে বিচ্ছিন্ন হন তারা। ৭টি চারে ১১১ বলে ৫৯ রান করেন অভিষেক টেস্ট খেলতে নামা জাকির। জাভেদ ও হাবিবুলের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দ্বিতীয়বারের মত সেঞ্চুরির জুটি গড়লেন মিরাজ ও জাকির।