নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বোর্ড সভা আজ (২০ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রিমিয়ার সিমেন্ট, আইডিএলসি ফাইন্যান্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম এবং প্রাইম ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের বিকাল সাড়ে ৩টায়, প্রিমিয়ার সিমেন্টের বিকাল বিকাল ৫টায়, আইডিএলসি ফাইন্যান্সের বিকাল ২.৩০টায়, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, প্রাইম ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৪টায় এবং লাভেলো আইসক্রিমের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ও প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভায় সমাপ্ত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। আর আইডিএলসি ফাইন্যান্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।