January 16, 2026 - 1:29 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যশত কোটির বেশি ডলার বিক্রির চাপে রিজার্ভে পতন

শত কোটির বেশি ডলার বিক্রির চাপে রিজার্ভে পতন

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেড় বছরের বেশি সময় ধরে দেশে ডলার সংকট চলছে। সংকট কাটাতে বিভিন্ন উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১৫ মাসের হিসাবে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে প্রতি মাসে গড়ে বিক্রি হচ্ছে ১১৫ কোটি ৫৩ লাখ ডলার। এর ফলে রিজার্ভের পতন অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের পুরো সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিক্রি করা হয়েছিল ১ হাজার ৩৫৮ কোটি ডলার। এরপরে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিক্রি করা হয় ৩৭৫ কোটি ডলার। অর্থাৎ আলোচ্য সময়ের মধ্যে ডলার সংকট কাটাতে রিজার্ভ থেকে ১ হাজার ৭৩৩ কোটি ডলার বিক্রি করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারির শেষের দিকে বাংলাদেশের আর্থিক খাতের বিভিন্ন সংস্কারের প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ প্রস্তাব অনুমোদন করে। সংস্থাটির ৪৭০ কোটি টাকার ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার গত ফেব্রুয়ারিতে ছাড় দেওয়া হয়। গত জুনের মধ্যে রিজার্ভের মজুত হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী শুরু করার শর্ত ছিল এই ঋণে। বিপিএম ৬ অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার ১০০ কোটি ডলারের আশেপাশে রয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২২ সাল শেষে দেশে রিজার্ভের পরিমাণ ছিলো ৩ হাজার ৩৮৩ কোটি ডলার। চলতি বছরের অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত সময়ে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৬ কোটি ডলার। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার হিসাবেই চলতি বছরের ৯ মাসে রিজার্ভ কমেছে ৬৯৭ কোটি ডলার। যদিও ২০২১ সালে দেশের রিজার্ভ বেড়ে ৪ হাজার ৮০০ কোটি ডলারে উঠেছিল।

খাত সংশ্লিষ্টরা বলছেন, রিজার্ভ ডলার আসার প্রধান দুটি খাত রফতানি ও রেমিট্যান্স। সাম্প্রতিক সময়ে এই খাত দুটিতেও নেতিবাচক প্রবৃদ্ধি তৈরি হয়েছে। এর ফলে রিজার্ভে আরও চাপ তৈরি হচ্ছে। ডলারের এ সংকটে পণ্য আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। এর ফলে বাড়ছে পণ্যের দাম। বাড়তে থাকা মূল্যস্ফীতি আরও চূড়ার দিকে যাচ্ছে। সংকটের মধ্যে অনেক ব্যাংক এলসি খুলতে পারছে না। এতে ভবিষ্যতে সংকট আরও বাড়তে পারে।

এদিকে ডলার সংকট মেটাতে যখন বাংলাদেশ ব্যাংক হিমশিম খাচ্ছে, তখনই ডলার কারসাজিতে জড়িয়ে পড়ছে অনেক ব্যাংক। সাম্প্রতিক সময়েও ডলার কারসাজিতে জড়িত থাকায় বেশ কয়েকটি ব্যাংককে জরিমানা করা হয়েছে। এছাড়া কারসাজি রোধে খোলা বাজার ও এক্সচেঞ্জ হাউজগুলোয় ধারাবাহিক অভিযান পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংক। গোয়েন্দা সংস্থারসদস্যদের সঙ্গে নিয়ে এ পরিদর্শন কার্যক্রম চালানো হয়।

ডলার সংকট যখন চূড়ায় তখন বড় আঘাত করেছে প্রবাসী আয়। কারণ চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসীরা ৪৯১ কোটি ৬২ লাখ ডলার। আগের বছরের একই সময় যার পরিমাণ ছিল ৫৬৭ কোটি ২৮ লাখ ডলার। অর্থাৎ আগের বছরের সেই তুলনায় কমেছে ৭৫ কোটি ৬৬ লাখ ডলার। আর আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রবাসী আয় কমেছে ২৫ কোটি ৫৮ লাখ ডলার।

রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয়েও ভাটা পড়েছে। সমাপ্ত সেপ্টেম্বর মাসে তার আগের দুই মাসের তুলনায় রপ্তানি আয় কমেছে। সেপ্টেম্বর মাসে ৪৩১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগস্টের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ কম। আগস্টে রপ্তানি হয়েছিল ৪৭৮ কোটি ডলারের পণ্য। আর জুলাই মাসে রপ্তানি হয় ৪৫৯ কোটি ডলারের। অর্থাৎ জুলাইয়ের তুলনায় সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৬ দশমিক ১০ শতাংশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...