স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে আছেন সাকিব আল হাসান।
ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। এছাড়া ইনজুরির কারণে ভারতে সিরিজের পর প্রোটিয়া সিরিজেও নেই এই পেসার। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ।
সঙ্গে বোলিং ইউনিটে আছেন তিন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। ভারত সিরিজে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া জাকের আলী অনিকও আছেন দলে। এখনও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন জাকের।
এছাড়া ভারত সফরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দেশের মাটিতে টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। এবার সেই সুযোগ পাচ্ছেন তিনি।
আগামী সোমবার (২১ অক্টোবর) মিরপুরে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। এই ম্যাচ দিয়েই নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ৩ নভেম্বর নিজ দেশে ফিরে যাবেন প্রোটিয়া ক্রিকেটাররা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের এই দুই টেস্ট।
প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
আরও পড়ুন:
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা দল