বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। তার বরের নাম আবিদুল মহায়মীন সাজিল। পারিবারিক আয়োজনে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবিও প্রকাশ করেছেন অভিনেত্রী।
৬ বছর আগে আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে প্রথম পরিচয় শিরিন শিলার। এরপর ভালো লাগা থেকে একসময় গড়ে ওঠে প্রেম।
শিরিন শিলা বলেন, আমাদের সম্পর্ক ছয় বছরের। মজার বিষয় হলো, ছয় বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করলাম। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হচ্ছে। আগামী জানুয়ারিতে সবাইকে নিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে। শিরিন শিলা আরও জানান, সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত।
নতুন জীবনের পরিকল্পনা জানতে চাইলে শিরিন শিলা বলেন, দুজনে মিলে একটা সুন্দর জীবন কাটাতে চাই। দোয়া করবেন, যেন আমাদের পারস্পরিক আস্থার জায়গাটা ঠিক থাকে। সাজিল খুব ভালো মনের একজন মানুষ। বিয়ে মানে তো দুটি পরিবারের মেলবন্ধন। সেই বন্ধনটা ঠিক রেখেই স্বপ্ন বুনতে চাই।
উল্লেখ্য, ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিলার। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘জিম্মি’ সিনেমাটি। তবে অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। কখনো ক্যাসিনো-কাণ্ড, কখনো আবার বিদেশ ভ্রমণ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে শিরিন শিলাকে।
আরও পড়ুন:
দেশে আসছে ‘স্ত্রী ২’, যাচ্ছে ‘প্রহেলিকা’