নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন (জিপি) পিএলসি দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বা ওয়াইফাই সংযোগের মতো দেশের প্রথম গতি-ভিত্তিক সীমাহীন ‘জিপিএফআই’ ইন্টারনেট প্যাক চালু করবে। মোবাইল অপারেটর গ্রামীণফোন দেশে প্রথম ‘জিপেএফআই আনলিমিটেড’ নামে এ সেবা চালু করেছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ‘জিপেএফআই আনলিমিটেড’ পণ্যের মোড়ক উন্মোচন করার কথা রয়েছে।
প্রাথমিকভাবে প্যাকগুলি ব্যবহারকারীদের বিভিন্ন গতির বিকল্প থেকে পছন্দ মতো বেছে নিতে পারবে। ভিন্নধর্মী প্যাকেজে গ্রাহকদের তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ‘জিপিএফআই’ ২৬৯ টাকায় ৭ দিনের ১০এমবিপিএস ও ৮৯৯ টাকায় ১০ এমবিপিএস ৩০ দিনের জন্য নিতে পারবে এবং ৯৯৮ টাকায় ১৫ এমবিপিএস ৩০ দিনের জন্য দিবে গ্রামীণফোন।
এছাড়া গ্রাহকরা জিপিএফআই ১০০০, ১৩০০ ও ১৯০০ টাকায় মাসিক আনলিমিটেড প্যাক নিতে পারবে। জিপিএফআই ৪০০০ টাকায় আনলিমিটেড এবং ৭৫০০ টাকার আনলিমিটেড প্রো প্যাকেজ নিতে পারবে গ্রামীণের সাধারণ গ্রাহকরা।
জিপিএফআই আনলিমিটেড সেবা নিতে হলে গ্রাহককে প্রথমে লিংকে গিয়ে সেবার জন্য আবেদন করতে হবে। এরপর গ্রাহকের ঠিকানার নিকটস্থ কাস্টমারকেয়ার সেন্টার থেকে আবেদনকারী গ্রাহকের বাসা দেখে আসা হবে। সেখানকার নেটওয়ার্ক পরিস্থিতি বুঝে গ্রাহককে জিপিফাই সেবা দেওয়া হবে।
গ্রামীণফোন জানিয়েছে, গ্রাহকরা চাইলে যেকোনো সময় গ্রাহকদের পছন্দমতো প্যাকেজ পরিবর্তন করতে পারবে। এছাড়া প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী শহরে জিপিফাই সংযোগ নিতে পারবেন গ্রাহকরা।
জিপিএফআই সংযোগ নিয়ে একসঙ্গে স্মার্ট টিভি, স্মার্ট ফোন সিসিটিভিসহ ১০ থেকে ৩২টি ডিভাইস কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে মোবাইল অপারেটরটির পক্ষ থেকে।