সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের নিম্ন মানের সামগ্রী ক্রয়, কৃত্তিম জনবল সৃষ্টিসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের নানাভাবে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আলী আশরাফ মোহাম্মদ সালেহ এর সভাপতিত্বে ঘন্টাব্যপি এ মানব বন্ধন পালিত হয়।
মানববন্ধন চলাকালে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড (বিআরইবি) নিম্নমানের সামগ্রী ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্তিম সংকট সৃষ্টি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের নানাভাবে হয়রানি করছে। জনমনে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে বিরুপ ধারনা সৃষ্টিতে সহায়তা করছে। আমরা এর সুষ্ঠ তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবি জানাই। কর্মসূচিতে সিরাজগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিরা অংশগ্রহন করেন।’