বিনোদন ডেস্ক : চলে গেলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আলাউদ্দিন লাল। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী সামিরা খান মাহিসহ ছোটপর্দার বেশ কয়েকজন অভিনেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এ অভিনেতা। ভুগছিলেন শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায়। সম্প্রতি হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে মোল্লারটেক দক্ষিণখানে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে, ২০২২ সালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয় আলাউদ্দিন লালকে। কিন্তু অর্থাভাবে অনিশ্চয়তার মাঝে পড়ে অভিনেতার চিকিৎসা। পরে নাট্যনির্মাতা প্রীতি দত্তের ফেসবুকের স্ট্যাটাস পড়ে কয়েকজন সহকর্মী পাশে দাঁড়ান তার। কিন্তু তাদের দেওয়া অর্থেও চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না।
এ খবর পেয়েই আলাউদ্দিন লালের পাশে দাঁড়ান অভিনেতা মুশফিক আর ফারহান। তার চিকিৎসার সমস্ত খরচ একাই বহন করেছিলেন তিনি। এরপর সুস্থ হয়ে পুনরায় কাজেও ফিরেছিলেন আলাউদ্দিন লাল। তবে শেষমেশ দুনিয়ার মায়া ত্যাগ করে চলেই গেলেন তিনি।
২০০৮ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন আলাউদ্দীন লাল। এ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়শিল্পী, নির্মাতাদের কাছে তিনি ছিলেন কারো লাল মামা, কারো কাছে ছিলেন লাল নানা।