মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যার প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে দুই ট্রাকে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। এ বছর দেশের ৪৯ টি প্রতিষ্ঠান ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে।
আগামী ১৩ অক্টোবরের আগেই ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানা গেছে। প্রতি কেজি ১০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মুল্য রফতানি হচ্ছে।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথৈ লো চৌধুরী জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার সাজ্জাদ এন্টার প্রাইজ নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের বনগাঁ এলাকার আর জে ইন্টারন্যাশনাল নামক আমদানিকারক প্রতিষ্ঠানকে চুক্তি শর্ত মোতাবেক ১০ মার্কিন ডলার মুল্যে ইলিশ সরবরাহ করছে। বাংলাদেশী টাকায় যার মুল্য ১১৫০ টাকা। বাংলাদেশ লজিষ্টিক নামক সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রপ্তানি কার্যক্রম করছে।
জানা যায়, কোলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের কাছে আসন্ন দুর্গা পুজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। বিশেষ বিবেচনায়। সরকার ভারতে ৩ হাজার টন রফতানির অনুমতি দেয়।