স্পোর্টস ডেস্ক : ওপেনার রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরি এবং স্পিনার রশিদ খানের ঘূর্নিতে এক ম্যাচ বাকী রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ১৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়াদের। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয় আফগানিস্তানের। সেই সাথে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ পাঁচের মধ্যে থাকা কোন দলের বিপক্ষে প্রথম সিরিজ জয় আফগানিস্তানের।
এর আগে বাংলাদেশ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ১৩টি দ্বিপাক্ষীক সিরিজ আফগানিস্তান জিতেছিলো । বিশ্বের নবম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো আফগানিস্তান।
শারজাহতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তানকে ১০৫ বলে ৮৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার গুরবাজ ও রিয়াজ হাসান। ব্যক্তিগত ২৯ রানে রিয়াজ ফিরলেও, দ্বিতীয় উইকেটে রহমত শাহকে নিয়ে ১০১ রানের জুটি গড়েন গুরবাজ। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করেছেন গুরবাজ। আফগানিস্তানের পক্ষে ওয়ানডেতে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। এমনকি তিন ফরম্যাট মিলিয়েও সর্বোচ্চ ৮ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন গুরবাজ।
রেকর্ড গড়া ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কায় ১১০ বলে ১০৫ রানে আউট হন গুরবাজ। ৩৫তম ওভারে দলীয় ১৮৯ রানে গুরবাজ ফেরার পর ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানকে বড় সংগ্রহ এনে দিয়েছেন আজমতুল্লাহ ওমারজাই। ৫টি চার ও ৬টি ছক্কায় ৫০ বলে অপরাজিত ৮৬ রান করেছেন ওমারজাই। এছাড়া রহমত ২টি চারে ৫০ রান করেন। এতে ৫০ ওভারে ৪ উইকেটে ৩১১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান আফগানদের।
সিরিজে সমতা ফেরাতে ৩১২ রানের টার্গেটে খেলতে নেমে ৮৫ বলে ৭৩ রানের সূচনা গড়েন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার অধিনায়ক তেম্বা বাভুমা ও টনি ডি জর্জি। বাভুমা ৩৮ ও জর্জি ৩১ রানে ফেরার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে ব্যাটিং ধস নামান আফগানদের দুই স্পিনার রশিদ ও নানগেয়ালিয়া খারতে। ৩৬ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
৯ ওভারে ১৯ রানে ৫ উইকেট নিয়েছেন রশিদ। বিশে^র প্রথম খেলোয়াড় হিসেবে জন্মদিনে ওয়ানডে ক্রিকেটে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। এই নিয়ে পঞ্চমবার ওয়ানডেতে ৫ উইকেট নিলেন রশিদ। খারতে ২৬ রানে নেন ৪ উইকেট। ম্যাচ সেরা হন রশিদ।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল।