স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন খালেদ মাহমুদ সুজন।
বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান এবং আম্পায়ার কমিটির সদস্য ছিলেন ক্রিকেট মহলে চাচা হিসেবে পরিচিত সুজন।
বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। গত তিন মেয়াদে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবিতে ক্ষমতাশালী পরিচালক ছিলেন সুজন।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পেছনে অবদান ছিলো সুজনের। ক্রিকেটের প্রতি তার নিষ্ঠা নিয়ে কোন সন্দেহ না থাকলেও স্বার্থের সংঘাত তৈরীর জন্য বিতর্কিত হয়েছেন সুজন।
পরিচালক হবার পরও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন দলের কোচ ছিলেন সুজন। পাশাপাশি একটি ক্রিকেট একাডেমিও চালাতেন তিনি।
খালেদ মাহমুদ সুজন মিডিয়াম-পেস বোলার এবং মিডল-অর্ডারের ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে খেলেছেন। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলে খেলেছেন এবং ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।
২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের আগে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রযুক্তি পরিচালক হিসাবে কাজ শুরু করেন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন সুজন।
উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের জের ধরে দেশের নানা অঙ্গনে চলছে পরিবর্তনের হাওয়া। যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদেও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে।
সুজনের আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আরও চার জন। জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকেরা।