গাজীপুর প্রতিনিধি : স্কয়ার কারখানার অভ্যন্তরে কয়েকজন চিহ্নিত কর্মকর্তার অপসারণ দাবি এবং বৈষম্য বিরোধী শ্রমিক অধিকার আন্দোলনে কোনো কর্মীকে পরবর্তী সময়ে কোনো প্রকার হয়রানি বা চাকরিচ্যুত করা যাবে না। এই মর্মে তার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা এবং সাপ্তাহিক দুইদিন ছুটি সহ ২১ দফা দাবিতে কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই ওষুধ কোম্পানির শ্রমিকরা।
শনিবার (৩১ আগস্ট) ভোর ৭ টায় উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক টায়ারে আগুন ও স্কয়ার ফার্মাসিটিক্যালের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
কারখানার শ্রমিকেরা জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওই কারখানার কর্তৃপক্ষ শ্রমিকরা ১০ বছর চাকরি করলেও পার্মানেন্ট করা হয়নি। প্রত্যেক শ্রমিককে দুই বেলা খাবার পাশ দিতে হবে। খাবার ক্ষেত্রে কোন প্রকার বৈষম্য রাখা যাবে না।
সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চলাকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কর্তৃপক্ষের সাথে আলোচনা সেনাবাহিনী গঠনাস্থলে হলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয় পরে যান চলাচল স্বাভাবিক হয়।