October 7, 2024 - 1:26 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশচাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

spot_img

বগুড়া প্রতিনিধি: বগুড়া কাহালু চাঁদা আদায় করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণপিটুনিতে রাকিব হাসান (২৪) নামের এক চাঁদাবাজ নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব কাহালু উপজেলার পরিশেষ গ্রামের সামসুল আলমের ছেলে। তিনি স্থানীয় আতা বাহিনী দলের সদস্য হিসেবে পরিচিত।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, কাহালু থানার মালঞ্চা ইউনিয়নে স্থানীয় আতা বাহিনী নামে পরিচিত দলের ১০/১২ জনের সদস্য শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঐ গ্রামের ফনিন্দ্র নাথের বাড়িতে চাঁদা নিতে যায়। সে সময় চাঁদাবাজ রাকিব বাড়ীর এক সদস্যকে ছুরিকাঘাত করে। এ সময় পাড়ার মানুষ জানতে পেরে দল বেঁধে তাদের ধাওয়া করে। তাদের মধ্যে সবাই পালিয়ে গেলেও রাকিব গ্রামবাসির হাতে ধরা পড়ে। সেখানে স্থানীয়দের গনপিটুনিতে নিহত হয় রাকিব।

তিনি আরও জানান, রাকিবের মরদেহ ময়নাতদন্তে জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতলের মর্গে আছে। এ ব্যাপারে কাহালু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ