October 7, 2024 - 1:26 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশচুয়াডাঙ্গায় মোয়াদোত্তীর্ণ হোমিও ওষুধ বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় মোয়াদোত্তীর্ণ হোমিও ওষুধ বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: রেজিস্ট্রেশন সনদ নবায়ন না করা, মেয়াদোত্তীর্ণ হোমিও ওষুধ বিক্রি ও বিক্রয় মূল্যের বেশি দামে ওষুধ বিক্রির অপরাধে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন, ওধুষ প্রশাসন ও সিভিল স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালায় শহরের মোহাম্মদী সপিং কমপ্লেক্সে। অভিযানে মেসার্স রহমানিয়া হোমিও হল ও তালহা হোমিও মেডিসিনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরের মোহাম্মদি সপিং কমপ্লেক্সে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স রহমানিয়া হোমিও হল থেকে বিপুল পরিমান মোয়াদোর্ত্তীণ ওষুধ জব্দ করা হয়। একই সাথে রহমানিয়া হোমিও হলের রেজিস্ট্রেশন সনদ ২০২২ সালের পর নবায়ন করা হয়নি এবং রোগীদের কাছ থেকে বিক্রয় মূল্যের অধিক দামে ওষুধ বিক্রি করার অভিযোগ প্রমানিত হয়। এই অভিযোগে মেসার্স রহমানিয়া হোমিও হলের মালিক বজলুর রহমানকে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩০ ও ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে রহমানিয়া হোমিও হলকে মোয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলার জন্য ৩দিন সময় দেয়া হয়।

অপর অভিযানে, একই মার্কেটে তালহা হোমিও মেডিসিনে অভিযান চালিয়ে মোয়াদোর্ত্তীণ ওষুধ জব্দ করা হয়। ওই অপরাধে তালহা হোমিও মেডিসিনের মালিক নাজমুল হককে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসন কর্মকর্তা শফিউল ইসলাম ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা. হারুন অর রশিদ, সেনাবাহিনী ও সদর থানা পুলিশের একটি টিম।


এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ