বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত মর্জিনা নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের নাইটগার্ড জামাল হোসেনের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রবিবার দুপুরে সবার অজান্তে নিজ ঘরে গ্যাস ট্যাবলেট সেবন করে ছটফট করতে থাকে মর্জিনা। টের পেয়ে মর্জিনার ছেলে ও পরিবারের লোকজন দ্রুত মর্জিনাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এরপর রবিবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় মর্জিনার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।
এবিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর খবর পেয়েছি। এবিষয়ে বগুড়া সদর থানায় ইউডি মামলা হবে।