December 25, 2024 - 1:41 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশিক্ষা-সাহিত্য-সংস্কৃতিময়মনসিংহ মেডিক্যাল কলেজে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

spot_img

ময়মনসিংহ ব্যুরো: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কলেজ কাউন্সিল। এতে ক্যাম্পাসে শান্তি ফিরবে বলে মনে করছেন আন্দোলনকারীরা।

রোববার (২৫ আগস্ট) দুপুরে মমেকের উপাধ্যক্ষ হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে কাউন্সিলের জরুরি সভায় ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এর আগে সকাল থেকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলনে নেমে কলেজ গেটের সামনে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি সামাল দিতে দুপুরে কলেজ কাউন্সিলের জরুরি সভায় ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধসহ চারটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কলেজ কাউন্সিলের জরুরি সভার নেয়া সিদ্ধান্ত সমূহ হচ্ছে-

১. ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ক্যাম্পাস, ছাত্র ও ছাত্রী হোস্টেলে সকল ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রসংসদ, ছাত্রইউনিয়নসহ অন্য যেকোনো রাজনৈতিক দল), শিক্ষক রাজনীতি (স্বাচিপ, বিএমএ, ড্যাব ও অন্যান্য) এবং কর্মচারীদের যেকোন ধরনের রাজনৈতিক সংগঠনের রাজনীতি সমূলে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহিত হয়। এক্ষেত্রে ক্যাম্পাস বা হোস্টেলে কেউ রাজনীতিতে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

২. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত এবং ২৪ আগস্ট ২৪ শিক্ষক কাউন্সিলের জরুরি সভায় উপস্থিত থাকা কোন শিক্ষার্থীকে কোন শিক্ষক ভবিষ্যতে একাডেমিক বিষয়ে হেনস্থা করলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

৩. কলেজে এবং হোস্টেলে র‌্যাগিং ও চাঁদাবাজির সাথে সরাসরি জড়িত শিক্ষার্থীদের হোস্টেলে অবস্থান, একাডেমিক ক্লাস ও ক্যাম্পাসে আগমনের নিষিদ্ধকরণের সিদ্ধান্ত গৃহিত হয়। ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে শিক্ষার্থীদের নিরাপত্তাসহ আবাসনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

৪. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি বিরোধীতাকারী, হুমকি প্রদানকারী এবং শান্তি মিছিলের আয়োজক শিক্ষকদের পদত্যাগ/বদলি/লিখিত ক্ষমা প্রার্থনার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ছাত্র রাজনীতির কারণে তারা দীর্ঘদিন অত্যাচার-নির্যাতনের শিকার হচ্ছিলেন। শিক্ষকদেরও তটস্থ করে রাখত ছাত্রলীগ। কেউ তাদের অত্যাচারে প্রতিবাদ করতে পারত না। কলেজে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ হওয়ায় তারা খুশি।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকেই শিক্ষার্থীরা ক্লাসে ফেরেননি। তারা ছাত্ররাজনীতি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। শনিবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজের গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কলেজের শিক্ষকদের নিয়ে এক জরুরি সভায় ৬০-৭০ জন শিক্ষকের উপস্থিতে ছাত্র-শিক্ষক রাজনীতিসহ চারটি সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আবদুল কাদের পদত্যাগ করেন। চুক্তিভিক্তিক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা আবদুল কাদেরের পদত্যাগের পর এখন পর্যন্ত নতুন করে অধ্যক্ষ পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

আজ সিলেট মাতাবেন জেমস-আসিফ

বিনোদন ডেস্ক : সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় বিপিএল ভেন্যু শের-ই বাংলা স্টেডিয়ামকে সুরের মূর্ছনায় ভাসিয়েছেন পাকিস্তানের বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান।...

ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয় জাহাজের ৭ জনকে: র‍্যাব

কর্পোরেট সংবাদ ডেস্ক : চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে...

চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

স্পোর্টস ডেস্ক : অনেক নাটকীয়তার পর অবশেষে আগামী বছর অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। টুর্নামেন্টের দশটি ম্যাচ হবে পাকিস্তানে। আর বাকি ম্যাচগুলো হবে...

ত্রিভুজ প্রেমে দুইজনের আত্মহত্যা, আরেক প্রেমিক আত্মগোপনে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সংগীত শিল্পীর ত্রিভুজ প্রেমের জের ধরে প্রেমিক-প্রেমিকার একইদিনে আত্মহত্যার ঘটনা ঘটেছে। অপরদিকে আরেক প্রেমিক ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে গেছেন...

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ-নারী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর ভারত সরকারের দেয়া বিশেষ...

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, নারী-শিশুসহ নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার (২৫...

জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক : চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে ৭ জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান...

ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল টি-২০ চ্যাম্পিয়ন রংপুর

স্পোর্টস ডেস্ক : ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে এনসিএল টি২০ আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লো স্কোরিং...