সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষক পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ররিবার (২৫ আগষ্ট) দুপুর ২টার দিকে তালম ইউনিয়নের পাড়িল বড়ইচড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাান মো. আব্দুল খালেক।
স্থানীয়রা জানান, দুপুর ২ টার দিকে তালম ইউনিয়নের পাড়িল বড়ইচড়া গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫) বাড়িতে আগুন লাগে।
এ সময় পাড়া মহল্লার লোকজন প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে নগদ ৫০ হাজার টাকা, ধান-চাল, আসবাব পত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ বসতঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল খালেক জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি ভয়াবহ এ অগ্নিকান্ডে বসতঘরসহ সবকিছু পুড়ে গেছে। ওই পরিবারের ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা মত।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অগ্নিকান্ডে খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারী ভাবে যতটুকু সম্ভব সহযোগীতার আশ্বাস প্রদান করেন তিনি।