ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী-নান্দাইল সড়কের পাশে পড়ে থাকা মোঃ আল-আমিন (৩০) নামের এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোঃ আল-আমিন কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।
শনিবার (২৪ আগষ্ট)সকালে আঠারবাড়ীর কবীরপুর এলাকায় সড়কের পাশে পড়ে থাকা মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ইজিবাইকচালকের সঙ্গে থাকা ইজিবাইকটি পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী বাজারের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আমিনুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ আগষ্ট)আসরের নামাজের পর আল-আমিন বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। শনিবার সকালে তাঁরা জানতে পারেন নান্দাইল-ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী সড়কের ঈশ্বরগঞ্জের কবীরপুর এলাকায় তাঁর লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন আল-আমীনের মা রেজিয়া খাতুন।
ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আমিনুল হক বলেন, ‘ছিনতাইকারীরা আল-আমীনকে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।’