January 16, 2026 - 2:53 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনশিল্পী সমিতির নির্বাচন: নিপুণকে জেতাতে ১৭ বার ফোন করেন শেখ সেলিম

শিল্পী সমিতির নির্বাচন: নিপুণকে জেতাতে ১৭ বার ফোন করেন শেখ সেলিম

spot_img

বিনোদন ডেস্ক : ডেস্ক : ২০২২ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়লাভ করেন সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানের কাছে ১৩ ভোটের ব্যবধানে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

ভোটে পরাজয় মেনে নিতে না পেরে ফের গণনার জন্য আপিল করেন নিপুণ। কিন্তু তাতেও সেই একই ফল পায় আপিল কমিটি। বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। আদালত থেকে রায় নিয়ে পরে সমিতির চেয়ারে বসেন তিনি। আর পুরো সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এ অভিনেত্রী।

নির্বাচনে হেরেও নিপুণ কীভাবে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন, তা নিয়ে সেসময় বিস্তর আলাপ-আলোচনা হলেও প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। ছিলেন কুলুপ এঁটে। সরকার পতনের পর এবার সেই নীরবতা ভাঙতে শুরু করেছেন অনেকে।

এদিকে অভিযোগ রয়েছে নিপুণের এই দাপটের পেছনে একজন রাজনীতিবিদের প্রভাব রয়েছে। নির্বাচনে এ চিত্রনায়িকাকে জয়ী করার জন্য নির্বাচন কমিশনারদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রলোভন দেখাতেন রাজনৈতিক নেতারা। এমনকি তাকে জয়ী করতে নাকি ১৭ বার ফোন করেছিলেন শেখ সেলিম।

শিল্পী সমিতির নির্বাচনে কমিশনার হিসেবে একাধিক ব্যক্তি দায়িত্ব পালন করেন। তাদেরই একজন নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে বলেন, জীবনের হুমকি ছিল। কেননা, যেকোনো সময় তুলে নিয়ে যাওয়া হতে পারে, এ ধরনের শঙ্কা ছিল। আমাদের নির্বাচন কমিশনারদের ধারাবাহিকভাবে ভয়ভীতি দেখানো হতো, গালিগালাজ করা হতো। বলেছিল যে পুলিশ দিয়ে তুলে নেবে।

তিনি বলেন, এমন উচ্চ পর্যায় থেকে যে ফোন আসবে, তা কখনো ভাবতেই পারিনি। ওই সময় নিপুণ জয়ী করার জন্য আমাদের একজনকে ১৭ বার ফোন করেছিলেন শেখ সেলিম সাহেব, তার মতো মানুষ। যা খুবই অবাক করেছিল আমাদের।

এদিকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা অভিনেতা পীরজাদা শহীদুল হারুন বলেন, ২০২২ সালের ওই নির্বাচনে বেশ চাপ প্রয়োগ করা হয়েছিল আমার ওপর। যা মানসিকভাবে খুবই আতঙ্কিত করেছিল। ভোটে নিপুণকে জয়ী করার জন্য অনেক ওপর থেকে একজন ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকে। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রায় সব মন্ত্রণালয়ের সরাসরি প্রভাব খাটাতেন তিনি, বলা যায় নিয়ন্ত্রণ করতেন। তবে সরাসরি ‘না’ বলেছি আমি।

এ অভিনেতা আরও বলেন, পরবর্তীতে মোবাইল ফোনেও আমাকে ভয় দেখানো হয়। আবার মোটা অংকের অর্থের লোভ দেখানো হয় উল্লেখ করে পীরজাদা হারুন বলেন, ওই সময় একের পর এক ফোন করে ভয় দেখানো হয় যে, আমাকে তুলে নেবে। পরে এক জায়গায় যেতে বলেন, যেখানে মোটা অংকের টাকা রাখা ছিল।

তিনি বলেন, আমি যখন তাদের প্রস্তাবে রাজি না হই, তখন ফলাফল নিয়ে মামলা করা হলো। যা পরবর্তীতে কোর্টে যায়। এরপর আমাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। এমনকি আমাকে একটি রাজনৈতিক দলের সদস্য বানিয়ে দেয়া হলো। বিভিন্ন ঘটনায় ছোট করা হলো, এফডিসিতে আমাকে নিষিদ্ধ করা হলো।

প্রসঙ্গত, ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করলে বদলে যান ঢালিউড তারকা নিপুণ। রাজনৈতিক অঙ্গনে সক্রিয়তা বাড়তে থাকে তার। তখন পরিচয় হয় শেখ সেলিমের সঙ্গে। এরপর ২০১২ সালে রাজধানী ঢাকার বনানীর অভিজাত এলাকায় অভিনেত্রীর একটি পার্লারের উদ্বোধন করেন শেখ সেলিম।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...