পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১৩ কোটি ৩৬ লক্ষ ১৩ হাজার ৯৮৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮০ কোটি ৮৯ লক্ষ ৫৪ হাজার ৩৩৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১২৫.২০ পয়েন্ট কমে ৫৭৭৮.৬৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫২.৭৪ পয়েন্ট কমে ২১২৬.৬১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২৪.৫৪ পয়েন্ট কমে ১২৪০.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ৩৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: জিপি, ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ, ইউসিবি, ট্যাকনো ড্রাগ, হাইডেলবার্গ মেটেরিয়েলস ও ম্যারিকো বাংলাদেশ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ০৪টি কোম্পানি হলো: ডেফোডিল কম্পিউটার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ওআইম্যাক্স ইলেক্ট্রোড, সাইফ পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বীচ হ্যাচারী, ইসলামি ব্যাংক বাংলাদেশ, কোহিনূর কেমিক্যাল ও প্রিমিয়ার সিমেন্ট।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মেঘনা পেট্রোলিয়াম, আলিফ ম্যানুফেকচারিং, লিগ্যাসী ফুটওয়্যার, ইউনিলিভার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার, জিপি, জেএমআই হসপিটাল, ন্যাশনাল টিউবস ও আইপিডিসি।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০১০৭৮২৮৬১৭১৮.০০।