January 1, 2025 - 6:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিকর্ণফুলীতে দুই যুবলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কর্ণফুলীতে দুই যুবলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

spot_img

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও জুলধা ইউনিয়নের দুই যুবলীগ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ব পালনে গাফেলতির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার (১ লা অক্টোবর) দুপুরে তাঁদের পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদানে এ কারণ দর্শানো নোটিশ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. শাহাদাৎ হোসাইন রিটন।

নোটিশ পাওয়া নেতারা হলেন-চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন চৌধুরী ও জুলধা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ফরহাদ। রোববার তাঁরা এ নোটিশটি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘দুই ইউনিয়ন যুবলীগ নেতা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ৫ মাসের ব্যবধানে তাঁরা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি কাজে লিপ্ত রয়েছেন। অধিনস্থ ঊর্ধ্বতন শাখার কোন সাংগঠনিক দায়িত্ব পালন করছেন না। এতে সংগঠনের কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশক্রমে জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে অনুষ্ঠানেও ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন। যাহা স্বাধীনতার মহান স্থপতির প্রতি এক ধরনের অশ্রদ্ধা, সাংগঠনিক দায়িত্ব পালনে চরম অবহেলা বা গুরুতর অপরাধ বলে গণ্য করা হয়েছে। এমনকি সামনে নির্বাচন ও বিরোধী দলের আন্দোলন সংগ্রাম মোকাবেলা করার জন্য তৃণমূল পর্যায়ে যুবলীগকে সক্রিয় করার জন্য ইউনিয়ন যুবলীগের কোন বিকল্প নাই। কিন্তু এক্ষেত্রে আপনাদের সাংগঠনিক অদক্ষতা ও অধিনস্থ ইউনিটের সাথে সমন্বয় না করায় সংগঠন দুর্বল হয়ে পড়ছে। সদ্য কমিটি হওয়ার পরও সাংগঠনিক কার্যক্রমের কারণে সংগঠনের কার্যক্রম স্থিমিত হয়ে পড়েছে।’

এছাড়াও অধিনস্থ কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগ ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশক্রমে আগস্ট মাসে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেন। ৫, ৭, ৮, ১১, ১৫, ১৯, ২১ ও ৩১শে আগস্ট এর কোন কর্মসূচীতে আপনি শাখার গুরুত্বপূর্ন দায়িত্বে থাকার পরও উপস্থিত হননি। ১৯ আগষ্ট একটি কর্মসূচী সফল করার জন্য আপনার অধিনস্থ শাখায় উপজেলা যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক মতবিনিময়ের জন্য গেলেও সভায় পাওয়া যায়নি। উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক ফোন দিলেও তা রিসিভ করেননি।’

নোটিশে আরও উল্লেখ্য করেছেন, ‘আগামী ৭ (সাত) দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করার জন্য। ততদিনে সাময়িকভাবে দুই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে ২২ (ক) অনুচ্ছেদ অনুসারে পদ সাময়িক স্থগিত করা হয়।’

পাশাপাশি নোটিশটি স্থানীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও অনুলিপি প্রেরণ করেছেন।

চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি এখনো নোটিশ হাতে পাইনি। অনেক দিন যাবত অ্যান্ড্রয়েড ফোনও ব্যবহার করছি না। নোটিশ হাতে পেলে বিস্তারিত জানাতে পারব।’

কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক জানান, ‘দুজনেই সাংগঠনিক দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। গত ৩১ আগস্ট যুব জাগরণ শীর্ষক সমাবেশ থেকে সকল নেতাকর্মীদের উপস্থিতিতে ও সম্মতিক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগকে নির্দেশ প্রদান করেছিলেন তাঁদের নোটিশ প্রদানের জন্য। সুতরাং সংগঠনের শৃংখলা পরিপন্থী, নৈতিকতা বিরোধী সাংগঠনিক কাজে লিপ্ত থাকায় সংগঠনের গঠনতন্ত্রের ২২ নং অনুচ্ছেদ মতে দলীয় পদ থেকে কেন তাঁদেরকে অব্যাহতি প্রদান করা যাবে না তার কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।’

আওয়ামী যুবলীগের সংগঠনের গঠনতন্ত্র মতে ২২ ধারার (ক) অনুচ্ছেদে রয়েছে, আওয়ামী যুবলীগের কোন স্তরের কোন সদস্য বা কর্মকর্তা যদি সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী, নৈতিকতা বিরোধী, সমাজ বিরোধী, আর্থিক অনিয়ম বা অন্য কোন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হন অথবা রাজনৈতিক ও সাংগঠনিক পরিমন্ডলে অশালীন, অসৌজন্যমূলক উশৃঙ্খল অথবা অরাজনৈতিক আচরণ করেন অথবা প্রদর্শন করেন তবে তার বিরুদ্ধে অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে।’

প্রসঙ্গত, সম্মেলনের ১২ মাস ৪ দিন পর কর্ণফুলী উপজেলার দুই ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করেছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগ। ২০২৩ সালের ২১ মার্চ কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও জুলধা ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করেন। সে সময়ের চার মাস আগের তারিখ দেখিয়ে। এতে তৎকালিন সভাপতি সোলায়মান তালুকদার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক স্বাক্ষর করেছিলেন।

তখনো তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ ছিল, গঠনতান্ত্রিকভাবে কাউন্সিলদের মাধ্যমে কমিটির গঠন প্রক্রিয়া মানা হয়নি। দুই ইউনিয়নে নিজেদের মতো করে কমিটি ঘোষণা করেছেন। দুটি বলয়ে পদ ভাগাভাগি করে পেছনের তারিখে জুলধা-চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করেছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

তিন মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

কর্পোরেট সংবাদ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানার দুই হত্যাচেষ্টা ও খিলগাঁও থানার এক হত্যা মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ...

আইনজীবী আলিফ হত্যার পেছনে উস্কানি: দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরু করার জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বুধবার (১ জানুয়ারি) দুপুরে এক মানববন্ধন কর্মসূচি...

সিংগাইরে শীতার্তদের মাঝে প্রবাসী কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: "মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য" এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুর...

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে থানা ও ডিবির পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রমজান শেখ নামের একজন...

২০২৫ সাল হবে ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর: চিফ প্রসিকিউটর

কর্পোরেট সংবাদ ডেস্ক : যারা ঘৃণ্য অপরাধ করেছে ২০২৫ সাল সেই সব অপরাধীদের বিচারের বছর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...

মেহেরপুরে ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে হারিয়ে যাওয়া ৮১টি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলো মেহেরপুর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। বুধবার (১...

২০২৫ সালের সাইবার হামলার ঝুঁকি ও সাপ্লাই চেইন হুমকি বিশ্লেষণ করেছে ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি তাদের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ২০২৪ সালে ব্যবসা প্রতিষ্ঠানে সাপ্লাই চেইনে হামলা ও আইটি বিপর্যয়ের কারণ বিশ্লেষণ এবং...

চট্টগ্রাম শহরে এখন চালু হলো আরো ২টি কেএফসি

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল ব্র্যান্ড কেএফসি'র একমাত্র ফ্র্যাঞ্চাইজি "ট্রান্সকম ফুডস লিমিটেড" ২০০৬ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বর্তমানে দেশের ১২টি শহরে কেএফসি...