October 7, 2024 - 4:40 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যব্যাংক লেনদেনের সময় জানাল বাংলাদেশ ব্যাংক

ব্যাংক লেনদেনের সময় জানাল বাংলাদেশ ব্যাংক

spot_img

কর্পোরট সংবাদ ডেস্ক: দেশব্যাপী কারফিউ জারির মধ্যে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। একই দিন থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে দেশের সব ব্যাংকও।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাভাবিক সময়সূচি অনুযায়ী, ব্যাংক খোলা থাকবে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকের মত বুধবার থেকে দেশের শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে। সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। মূল লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য, কারফিউ ও সাধারণ ছুটির জন্য তিনদিন ব্যাংক বন্ধ ছিল। এরপর পাঁচ কার্যদিবস কারফিউ শিথিলের সময় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ