January 16, 2026 - 5:56 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতসিংগাইরে আ.লীগ অফিস ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, মামলা হলেও গ্রেফতার নেই

সিংগাইরে আ.লীগ অফিস ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, মামলা হলেও গ্রেফতার নেই

spot_img

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন আওয়ামীলীগ ১নং অফিস, জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আতোয়ার হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ৫ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মঙ্গলবার (৯ জুলাই) এ মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে বায়রা ইউনিয়নের পার্শ্ববর্তী দক্ষিণ বাইমাইল গ্রামের নূরু কারিকরের পুত্র সেলিম (৫০),সেলিমের পুত্র পলাশ (২৩), সিরাজের পুত্র শামীম (২২), মোসলেমের পুত্র সবুজ (২৪)ও দুলাল চৌকিদারের পুত্র সজিবকে(২৩)। এরা সকলেই বায়রা ইউনিয়ন বিএনপির কর্মী সমর্থক বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গত ৫ দিনেও আসামি গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ওঠেছে ।

সরেজমিন রোববার (১৪ জুলাই) এলাকাবাসীর সাথে কথা বলে ও মামলার এজাহার সুত্রে জানা গেছে, তেলিখোলা (তালতলা) গ্রামে ওই ইউনিয়ন আওয়ামী লীগের ১নং কার্যালয় রয়েছে। সেখানে তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে প্রতিদিনই দলীয় কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। গত ৭ জুলাই রাত নয়টার দিকে অফিস বন্ধ করে যার যার মতো বাড়ি চলে যান। রাত পৌনে ১১ টার দিকে উল্লেখিত আসামীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে অফিসের দরজা ভেঙ্গে টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে টিভি,সাউন্ড সিস্টেম, ফ্যান, চেয়ার-টেবিল ভাঙ্চুর করে সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। সেইসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর ছবির ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং উপজেলা আ:লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি অবমাননা করা হয়। এ সময় টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে মূল্যবান কাগজপত্র ও আগামী ১৫ আগস্ট জাতির পিতার মৃত্যু বার্ষিকী পালনের জন্য ড্রয়ারে রাখা নগদ টাকা লুটে নেয়। ভাঙচুরের শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা চলে যায়। খবর পেয়ে রাতেই প্রশাসনের লোকজন ও উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আসামীরা বায়রা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের সক্রিয় নেতাকর্মী ও সমর্থক। তারা আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

স্থানীয় আলমাছ আলী, আব্দুল মালেক,সেলিম হোসেন, সফিকুল ইসলাম ও হায়দারসহ অনেকেই বলেন,বাইমাইল গ্রামের সেলিমের শেল্টারে ছেলে পলাশ রাতের আঁধারে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আ: লীগ অফিস ভাঙচুর করেছে বলে শুনেছি। পলাশ একাধিক মামলার আসামি,এলাকার দাগী সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের প্রধান। এর আগেও বাইমাইল বাসষ্ট্যান্ডে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে মাসব্যাপী ইফতার মাহফিলের মঞ্চ গত ১৫ রমজান হামলা চালিয়ে তছনছ করে দেয় এই দুষ্কৃতিকারীরা। এ নিয়ে থানায় অভিযোগ হলেও অজ্ঞাত কারণে তা আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন যাবত এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ারও দাবী জানান তারা।

মামলার বাদী মো. আতোয়ার হোসেন বলেন,তাৎক্ষণিকভাবে সার্কেল এএসপি,ওসি স্যারসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দলীয় অফিস ভাঙ্চুর, জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবির ওপর আক্রমণের ঘটনায় গত ৫ দিন অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে আশংকা করছি। এ ছাড়া তার ওপর বিভিন্ন সময় হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান।

মামলার আসামীরা পলাতক থাকায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ও তা বন্ধ পাওয়া যায়। সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বলেন, এ সমস্ত মামলা তো পুরনো খেলা। আমার জানা মতে, এটা আওয়ামীলীগের দু’গ্রুপের কোন্দলের কারণে হয়েছে। বিএনপির কোনো লোক এর সঙ্গে জড়িত না।

তিনি আরো বলেন, সেলিম তো পূর্বে বায়রা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ছিল। বর্তমানে তিনি বিএনপির কেউ না, কোনো কমিটিতে নেই এবং তার সাথে কারো সম্পর্ক নেই। তিনি আওয়ামীলীগের আশ্রয়- প্রশ্রয়ে থাকে।

সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান (ভিপি শহিদ) বলেন, জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি কুপিয়ে অফিস তছনছ ও লুটপাটের ঘটনায় এখনো আসামি গ্রেফতার না হওয়ায় আমি হতাশ। তিনি দ্রুত আসামি গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই মো. মাসুদুর রহমান বলেন, আসামি গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে কাজ করছি, আশা করি অল্প সময়ের মধ্যেই আসামিদের আমাদের হেফাজতে নিতে পারবো।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার ( সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, আসামীদের বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েও পাওয়া যায়নি, গ্রেপ্তারে সবোর্চ্চ চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...