মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে ছোট ভাইয়ের জানাজার নামাজ পড়ে মুসল্লীরা বাড়ি ফেরার আগেই আপন বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে গোটা এলাকায় শোক বিরাজ করছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরের নামাজের পর ছোট ভাইয়ের জানাযা শেষে বাড়ি ফেরার আগেই বড় ভাইয়ের মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী।
জানা যায়, ছোট ভাই অছিউর রহমান মারা যাওয়ার পর তার জানাযার নামাজ শেষ করে মুসল্লীরা বাড়ি ফেরার আগেই বড় ভাই মোহাম্মদ ছৈয়দও মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত উভয়েই মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুলগুলিয়া পাড়ার মরহুম হাজি মফজল রহমানের সন্তান।
একই পরিবারের দুই ভাইয়ের এমন করুণ মৃ’ত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।