November 19, 2025 - 3:27 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদখুলনায় এনসিসি ব্যাংকের কেডিএ এভিনিউ উপশাখার উদ্বোধন

খুলনায় এনসিসি ব্যাংকের কেডিএ এভিনিউ উপশাখার উদ্বোধন

spot_img

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি খুলনায় এনসিসি ব্যাংকের কেডিএ এভিনিউ উপশাখা আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা খুলনার কেডিএ এভিনিউতে এনসিসি ব্যাংকের উপশাখা উদ্বোধনের কার্যক্রমকে স্বাগত জানান। শাখাটি অত্র এলাকার গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। তিনি এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের এই উপশাখা হতে এনসিসি ব্যাংকের সেবাসমূহ গ্রহণের আহ্বান জানান।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম এর সভাপতিত্বে খুলনা বিশ্বাবদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক মেহেদী হাসান, মোঃ হেফজুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এসকে. শাহরিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় এনসিসি ব্যাংকের দক্ষিণ অঞ্চলের প্রধান প্রবীর কুমার সাহা, যশোর শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, খুলনা শাখার ব্যবস্থাপক ফারুক আহমেদ এবং কেডিএ এভিনিউ উপশাখার ইনচার্জ শামসুন নাহারসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম বলেন, বর্তমান এই প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবসায় এনসিসি ব্যাংক গ্রাহকদের বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাংকের শাখা ও উপ-শাখার বিস্তৃতি ঘটিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় শিল্প, বন্দর ও সুন্দরবনকে কেন্দ্র করেই গড়ে ওঠা খুলনার নগর উন্নয়নকে আরও একধাপ এগিয়ে নিতেই কেডিএ এভিনিউতে উপশাখার কার্যক্রম শুরু করেছে। অত্র এলাকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন এবং এসএমই ও রিটেইল ব্যবসা এবং রেমিট্যান্স এর ক্ষেত্রে এনসিসি ব্যাংকের কেডিএ এভিনিউ উপশাখাটি প্রত্যাশিত ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিশ্বাবদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক মেহেদী হাসান মোঃ হেফজুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এসকে. শাহরিয়ার রহমান, এনসিসি ব্যাংকের কেডিএ এভিনিউ উপশাখা খোলার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষদের এনসিসি ব্যাংকের এই উপশাখায় ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...