কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় গত মঙ্গলবার রাত থেকে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দশজনে দাঁড়িয়েছে। প্রবল বৃষ্টিপাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৪টি স্থানে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। এতে এপর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন স্থানীয় বাসিন্দা ও অপর আটজন রোহিঙ্গা।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত উখিয়ার ১, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটে
নিহতরা হলেন- ব্লক ১০ এর আবুল কালামের ছেলে আবু মেহের (২৫), লাল মিয়ার ছেলে আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), শরিফ হোসেনের মেয়ে জয়নব বিবি (১৯), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার আলী জহুরের ছেলে মো. হোসেন আহমেদ (৫০), ওই ক্যাম্পের আই ৪ ব্লকের আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮) ও বি-৮২ ব্লকের মো. হারেজ (৪), ফুতুনি (৩৪), উখিয়ার থাইংখালী এলাকার শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২) এবং আই ৯ ক্যাম্পের মো. জামালের ছেলে মো. সালমান (৩)।
আরও প্রাণহানির আশংকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের অন্যত্র সরিয়ে নিচ্ছে প্রশাসন।
কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়া হয়েছে। আরও কেউ ঝুঁকিপূর্ণ আছে কিনা দেখা হচ্ছে। তাদেরও সরিয়ে নেয়ার কাজ চলছে।
এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারি পরিচালক তোফায়েল আহমদ জানান, মঙ্গলবার বেলা ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে পাহাড় ধসের সর্তক সংকেত দেয়া হয়েছে।