মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৭দিনের পর্যটন মেলা। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া পর্যটন মেলা উপলক্ষ্যে থাকছে বিশেষ ছাড়। মেলা চলাকালে ১৬ টি ইভেন্টে থাকছে বিশেষ ছাড়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, মেলা চলাকালীন কক্সবাজারের হোটেল মোডেল গেস্ট হাউসে ৬০ শতাংশ ছাড়, সকল রেস্তুঁরায় খাবারের উপর ১৫% ছাড়, সকল বাস ভাড়ায় ২০%, হেলিকপ্টার জয় রাইডে ১০% ছাড়, টিউব ভাড়ায় ৩০% ছাড়, কিটকট চেয়ার ভাড়ায় ৩৩% ছাড়, প্যারাসাইলিং এ ৩০% ছাড়, জেটস্কি ও বিচ বাইকিং এ ৩৩% ছাড়, লকার ভাড়া, গাড়ি পারকিং ও ফান গেইম এ ৫০ % ছাড়, ফটোগ্রাফারদের তোলা ছবি প্রতি কপি ২টাকা, চাঁদের গাড়ি ভাড়া ও বিমান ভাড়ায় বিশেষ থাকছে ছাড়। সেই সাথে রয়েছে বিনামূল্যে সার্কাস শো।
এ মেলা ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩ অক্টোবর পর্যন্ত চলবে।ইনানীর রেজুখালে কক্স কায়াকিং এ পর্যটন মেলা উপলক্ষ্যে ২০% ছাড় রয়েছে বলে জানান কায়াকিং কর্তৃপক্ষ।