জাকির হোসেন আজাদী: আজ ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার রাত ১০:৩০ টা থেকে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ড. চঞ্চল সৈকতের নতুন মেগা ধারাবাহিক নাটক “না বলে কিছু নাই”।
“না বলে কিছু নাই” শিরোনামের এই নতুন মেগা ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন শিল্প পিয়াসী ড. চঞ্চল সৈকত। রচনা: এনাতউল্যাহ সৈয়দ।
উল্লেখ্য যে, প্রতি রবিবার এবং সোমবার রাত ১০.৩০ মিনিটে “না বলে কিছু নাই” ধারাবাহিক নাটকটি নিয়মিতভাবে একুশে টেলিভিশনে প্রচারিত হবে।
কর্পোরেট সংবাদ/এএইচ