October 7, 2024 - 5:25 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতি৭ ঘণ্টা পর খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

৭ ঘণ্টা পর খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে নেয়ার ৭ ঘণ্টা পর ফের কেবিনে আনা হয়েছে তাকে। 

মেডিকেল বোর্ডের পরামর্শে সোমবার (১৮ সেপ্টেম্বর) তাকে কেবিনে আনা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে গত রাতে বৈঠকে বসে মেডিকেল বোর্ড। পরে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। 

৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়াও আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার।

গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। গত বছর জুনে বেগম জিয়ার এনজিওগ্রাম করা হলে, তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ