December 6, 2025 - 1:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনমুক্তি পেল সাবিনা ইয়াসমিন কন‍্যা কণ্ঠশিল্পী বাঁধনের মৌলিক গান "ও সাধের পঙ্খিরে"

মুক্তি পেল সাবিনা ইয়াসমিন কন‍্যা কণ্ঠশিল্পী বাঁধনের মৌলিক গান “ও সাধের পঙ্খিরে”

spot_img

জাকির হোসেন আজাদী: সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন কন‍্যা কণ্ঠশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধনের মৌলিক গান “ও সাধের পঙ্খিরে”। গানটি মুক্তির পর থেকে সঙ্গীতাঙ্গনে ব‍্যাপক আলোচনা হচ্ছে। সাড়া ফেলেছে সর্বমহলে। শিল্পীকে অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন এবং আরও বেশি মৌলিক গান নিয়ে আসার ব‍্যাপারে অনুপ্রাণিত করছেন। এসব কারণে তিনি অনেক আনন্দিত ও উচ্ছসিত বটে। এই বিষয়ে শিল্পী বাঁধনের সঙ্গে দীর্ঘ আলাপ হয়। তখন তিনি তাঁর সঙ্গীত জীবনের নানা বিষয় তুলে ধরেন।

কণ্ঠশিল্পী বাঁধন বলেন, “আমি গান খুবই ভালোবাসি। গান আমার রক্তের সাথে মিশে আছে। কারণ আমার মা খ‍্যাতিমান কণ্ঠশিল্পী। ছোটবেলা থেকেই মায়ের গান শুনে শুনে বড় হয়েছি। তাই সব সময় শিল্পী হওয়ার অদম্য বাসনা মনে লালন করতাম।

সম্প্রতি মুক্তি পাওয়া বাঁধনের “ও সাধের পঙ্খিরে” গানটি মুক্তি পেয়েছে জনি মিউজিক স্টেশন থেকে।
গানের কথা লিখেছেন নতুন প্রজন্মের প্রতিভাবান গীতিকার জহুরুল ইসলাম জনি। সুর ​​ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানটির জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে খ‍্যাতিমান গীতিকার দেলোয়ার আরজুদা শরফকে।

কণ্ঠশিল্পী বাঁধন বলেন, “২০২১ সালে বিটিভি’র সঙ্গীতানুষ্ঠানে বিশিষ্ট গীতিকার মো. হাবিবুল্লাহ এর লেখা ‘না চাইলে মন, রঙিন হয়না, অনেক পেয়েও কিছু মন সুখি হয়না, একটি মৌলিক গান পরিবেশনা করি। গানটি বিটিভিতে প্রচারের পর বহু দর্শক শ্রোতার মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে ছিল ও অনেক প্রশংসা পেয়েছিলাম। গানটি সুর করেছিলেন বিশিষ্ট গুণী সংগীত পরিচালক লোকমান হাকিম। গত ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে আমার কণ্ঠে গীতিকার মোঃ হাবিবুল্লাহর লেখা আরও একটি মৌলিক গান বিটিভিতে প্রচার হয়েছিল। গানের কথা ছিল এমন- ‘নিরব কেন থাকো, আমার ডাকে তুমি দাওগো সাড়া, কি করে আমি বাঁচবো বলো, তোমাকে ছাড়া’। এই গানটির সুর করেছিলেন খ‍্যাতিমান সুরকার ইউনুস আলী মোল্লা।

উল্লেখ্য যে, বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এই কণ্ঠশিল্পী বাঁধনের মা। মায়ের অনুপ্রেরণা ও নিজের প্রবল ইচ্ছায় সংগীতাঙ্গনে এসেছেন তিনি। জীবনের প্রথম অ্যালবামটিও সাজিয়েছিলেন মায়ের সঙ্গে দ্বৈত গান দিয়ে। ঈদ উপলক্ষে যা প্রকাশ হয়েছিল।

বাঁধন আরও বলেন, “আমি নিজের মতো করে কাজ করে যাচ্ছি। আমার ওপর যেটা প্রভাব পড়ে, কোনো অনুষ্ঠানে গাইতে গেলে শ্রোতারা আমার কণ্ঠে মায়ের গানই বেশি শুনতে চায়। যেহেতু মায়ের গান শুনে শুনেই বড় হওয়া, আমিও স্বাচ্ছন্দ্যে গাইতে পারি। কিছুদিন আগে একটি শোয়ে গিয়েছিলাম। সেই শোয়ে ১০-১২টার মতো গান গেয়েছি। সেখানে আমার গানসহ আম্মার গানই বেশি গাইতে হয়েছে।

তিনি বলেন, “সাবিনা ইয়াসমিনের গান যে কোনো কণ্ঠশিল্পীর গাওয়াই তো বিরাট ব্যাপার। এক্ষেত্রে বলব, আমি খুবই সৌভাগ্যবান। আমি যখন আম্মার গান গাই, তখন শ্রোতারা আমার কণ্ঠে আরও বেশি শুনতে চান। এমনও হয়েছে, আমাকে এসে শ্রোতারা বলেন, আপনার কন্ঠে গান শুনলাম নাকি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, সেটি তো বুঝতেই পারলাম না।

তিনি বলেন, “ওস্তাদ অনিল কুমার সাহার কাছে আমার গানে হাতেখড়ি। উনার কাছে দীর্ঘদিন ক্লাসিক্যাল শিখেছি। আমি যখন ক্লাস সিক্সে পড়ি, তখন থেকে গান শেখা শুরু। তারপর ক্লাস নাইনে উঠে পড়ালেখার জন্য দেশের বাইরে চলে যাই। সেখানেও আমি গানের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বিভিন্ন গানের অনুষ্ঠানেও অংশগ্রহণ করতাম।

তিনি বলেন, ” আমার প্রথম অ্যালবাম ‘প্রতিচ্ছবি’ ২০০৬ সালে প্রকাশ করে ইমপ্রেস অডিও ভিশন। সেই অ্যালবামে চারটি গান ছিল আম্মার সঙ্গে ডুয়েট। আর চারটি ছিল আমার একক। আর চারটি ছিল আম্মার একক। ‘প্রতিচ্ছবি’ অ্যালবামের গানগুলোর সাড়া এখনো পাই। এরপর আমার পূর্ণাঙ্গ একক অ্যালবাম ‘ফাল্গুনী হাওয়া প্রকাশ হয় ২০০৯ সালে। ২০১১-তে একটি ভিন্ন আয়োজনে বাংলাদেশের সঙ্গীত জাদুকরখ‍্যাত সুরস্রষ্ঠা শেখ সাদী খানের সংগীতায়োজনে পাঁচটি রাগের ওপর গান নিয়ে অ্যালবাম ‘রাগ-অনুরাগ” প্রকাশ করি। এই অ্যালবামে আমার খালাতো বোন (ফৌজিয়া খান ও মোবারক হোসেন খানের মেয়ে) রীনাত ফৌজিয়া মোট পাঁচটি রাগের ওপর সেতারের পিছ বাজিয়ে ছিলেন। মূলত যে পাঁচটি রাগের ওপর আমি গান করেছি সেই রাগগুলোর ওপর সে সেতারের পিছ বাজিয়েছিল। ও খুব ভালো সেতার বাজায়।

২০১৭ সালে সিডি ভিশন থেকে অনলাইনে “আবার দু’জনে” শিরোনামে আমার আর একটি এ‍্যালবাম প্রকাশ পায়। এই এ‍্যালবামে মোট ১০টি গান ছিল। যার মধ‍্যে আমার মৌলিক গান ৭টি। বাকি ৩টি আমার মায়ের সাথে ডুয়েট ছিল। তাছাড়াও বতর্মানে আমি ছায়াছবির গান, ইউটিউবের গান, বিভিন্ন টেলিভিশনের সঙ্গীতানুষ্ঠান ও স্টেজ শো নিয়ে ব‍্যস্ত সময় পার করছি।

সবশেষে বাঁধন তাঁর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, ” বেশি বেশি বাংলা গান শুনুন। বাংলা গানের সাথে থাকুন। আমার জন্য দোয়া করবেন যেনো জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে পারি। আমার আম্মার জন্য দোয়া করবেন যেনো তিনি সুস্থ থেকে আরও বহুদিন গান গেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। অনেক ভালো। শুভকামনা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১...

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যোগদান করেন। আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন...

শ্রীমঙ্গলে নিখোঁজের ৪ দিন পর লাশ মিললো খালে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: নিখোঁজের ৪ দিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলমতি বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফুলমতি...

রপ্তানিমুখী সুপারির ট্রাক পড়ে আছে বেনাপোল স্থল বন্দরে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল দেশের অন্যতম প্রধান স্থলবন্দর প্রায় দুই মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকা মূল্যের দেড় শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক।...

প্রবাস ছেড়ে মাটির টানে কৃষিতে সাফল্যের যাত্রায় রাসেল

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ব্যবসায় একের পর এক ব্যর্থতা, লোকসানের ঘানি আর অনিশ্চয়তার দোলাচল—সবকিছু একসময় তাকে ঘিরে ফেলেছিল। কিন্তু হার মানেনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও...

যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্রের মেয়াদ এখন মাত্র দেড় বছর

ইমা এলিস, নিউ ইয়র্ক: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইএসসিআইএস) যুক্তরাষ্ট্রে কাজ করা ননসিটিজেনদের জন্য কর্ম-অনুমতিপত্র বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি)-এর বৈধতার মেয়াদ ৫...

‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ ডিসেম্বর) ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগেই ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার...

অভিনয়কে বিদায় জানিয়ে দ্বীনের পথে নায়িকা মৌ খান

বিনোদন ডেস্ক: মিডিয়া ও চলচ্চিত্র ক্যারিয়ারকে বিদায় জানালেন ঢালিউডের লাস্যময়ী চিত্রনায়িকা মৌ খান। দ্বীনের আলোয় বাকি জীবন কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই...