January 15, 2025 - 6:34 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদন৪০ লাখ নিয়েও শাকিবের বিরুদ্ধে ৬০ লাখ দাবির অভিযোগ

৪০ লাখ নিয়েও শাকিবের বিরুদ্ধে ৬০ লাখ দাবির অভিযোগ

spot_img

বিনোদন ডেস্ক : পরিচালক বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ নামে একটি নতুন সিনেমায় অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের। কিন্তু অবশেষে নির্ধারিত পারিশ্রমিকে চূড়ান্ত হওয়ার পরেও এই সিনেমায় কাজ করছেন না ঢাকাই ছবির শীর্ষ নায়ক।

জানা গেছে, শাকিবের দাবি করা বাড়তি পারিশ্রমিকে কাজটি করতে রাজি হননি প্রযোজক। ইতোমধ্যে পারিশ্রমিক বাবদ নেওয়া ৪০ লাখ টাকাও প্রযোজককে ফেরত দিয়েছেন শাকিব। শোনা গিয়েছিল, এতে নায়কের বিপরীতে জুটি বাঁধছেন অপু বিশ্বাস।

গত ঈদুল ফিতরের আগে এই ঘটনা ঘটে। নতুন ছবি ‘নীল দরিয়া’তে শাকিব খানকে চূড়ান্ত করেন পরিচালক বদিউল আলম খোকন। সে সময় সাইনিং পারিশ্রমিক বাবদ ৪০ লাখ টাকাও দেওয়া হয় শাকিবকে। ছবিটির শুটিং শিডিউল ছিল ২০ জুলাই থেকে। এর আগে ফাইট ডিরেক্টর আরমান ও চিত্রগ্রাহক মজনুকে নিয়ে কক্সবাজারের জেলেপল্লীতে লোকেশন দেখেন পরিচালক। লোকেশন দেখার একটি ভিডিও পরিচালকের ফেসবুক আইডিতে প্রকাশিত হয়েছিল।

পরিচালক তখন শুটিংয়ের প্রস্তুতি নিলেও ‘প্রিয়তমা’ ছবির কারণে পিছিয়ে যায় ‘নীল দরিয়া’। এরপর ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ মুক্তি পেলে দেশ-বিদেশে ব্যাপক সাফল্য পায় ছবিটি। এরপর শাকিব খান তাঁর পারিশ্রমিক আরও বাড়িয়ে দেন। কয়েক মাস আগেও ৩৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে ছিল শাকিবের পারিশ্রমিক। ‘প্রিয়তমা’ মুক্তির পর এখন ছবিপ্রতি চাইছেন ১ কোটি টাকা। আর এতেই আটকে গেছে ‘নীল দরিয়া’ ছবিটি। শতভাগ পারিশ্রমিক নিয়েও ছবিটি করতে চাইছেন না শাকিব খান। এখন ‘নীল দরিয়া’ বানাতে গেলে ৪০ লাখ টাকার সঙ্গে আরও ৬০ লাখ যোগ করে দিতে হবে—এমনটিই দাবি করছেন শাকিব খান।

বদিউল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমরা যখন টাকাটা শাকিব খানকে দিই, ওই সময় ৩৫ থেকে ৫০ লাখের মধ্যে পারিশ্রমিক ছিল শাকিবের। আমরা বরং বাড়িয়ে ৪০ লাখ টাকা দিয়েছিলাম। ২০ জুলাই থেকে শুটিংয়ের শিডিউল দিয়েছিলেন। সেভাবে লোকেশনসহ শুটিংয়ের সব প্রস্তুতি নেওয়া ছিল আমার। কিছুদিন পর হঠাৎ করেই শাকিব জানান, ঈদুল আজহার জন্য ‘প্রিয়তমা’ করে পরে এই ছবি করবেন। আমিও মেনে নিলাম। ঈদে ‘প্রিয়তমা’ হিট হয়ে গেল। শাকিব মত পাল্টালেন, পারিশ্রমিক বাড়িয়ে দিলেন। আগের চূড়ান্ত করা পারিশ্রমিকেও এখন কাজ করতে চাইছেন না। এখন তাঁকে নিয়ে কাজ করতে হলে আগের ৪০ লাখের সঙ্গে অযৌক্তিকভাবে আরও ৬০ লাখ দিতে হবে। মোট এক কোটি। কিন্তু আমরা যখন তাঁর সঙ্গে কাজের ব্যাপারে চূড়ান্ত করি, তখন যে পারিশ্রমিক ছিল, সেটি দিয়েই তাঁকে চূড়ান্ত করেছিলাম।’

এই পরিচালক আফসোস করে বললেন, ‘এখন নতুন কোনো ছবিতে চুক্তি করতে সে এক কোটি বা দুই কোটি নিতেই পারেন। সেটি তাঁর একান্ত নিজের ব্যাপার। কিন্তু আমরা তো আগের পারিশ্রমিকে চূড়ান্ত করেছি তাঁকে। এখন শাকিব আমাদের ছবির টিমের সঙ্গে এই দাবি করতে পারেন না। এটি তাঁর নৈতিকতার মধ্যে পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে তো হবে না। এটি অন্যায়।’

এর আগে পরিচালক বদিউল আলম খোকনের সঙ্গে প্রচুর ছবিতে কাজ করেছেন শাকিব খান। এর মধ্যে ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘একবার বলো ভালোবাসি’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘বস নম্বর ওয়ান’, ‘মাই নেম ইজ খান’, ‘নিষ্পাপ মুন্না’, ‘ডন নম্বর ওয়ান’, ‘হিরো; দা সুপারস্টার’, ‘রাজা বাবু’সহ এক ডজনেরও বেশি হিট ছবি উপহার দিয়েছেন এই জুটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নতুন বই না পেয়ে কার্যালয়ে সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচকে তার কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে...

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ‘উইনিং টুগেদার (একসাথে বিজয়লাভ)’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে ‘ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’। সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখার উদ্যোগে ১৪ জানুয়ারি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত)...

বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে ইসলামী ব্যাংকের এটিএম-সিআরএম বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পল্টন শাখার অধীনে এটিএম-সিআরএম বুথ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স মার্কেটে উদ্বোধন করা হয়। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫)...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার...

দুদক সংস্কারে ৪৭ সুপারিশ কমিশনের

কর্পোরেট সংবাদ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও গতিশীল করার জন্য ৪৭টি সুপারিশ প্রস্তাব করেছে ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) বেলা...

ডিসেম্বরে মাসসেরা ক্রিকেটার বুমরাহ

স্পোর্টস ডেস্ক : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে ডিসেম্বরের সেরা হয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। সেরা হবার পথে দুই পেসার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট...

কাস্টমস কর্মকর্তার হাতে লাঞ্চিত হওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের মানববন্ধন

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার বঙ্গ পিবিসি পাইপ ইন্ডাস্ট্রিজের মালিক সেলিম আহম্মেদকে কাস্টমস কর্মকর্তা শারীরিক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে এক ঘন্টা দোকান পাট সব...