অর্থ-বাণিজ্য ডেস্ক : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ইউরিয়া সারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ২৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের ক্ষমতাসম্পন্ন একটি নতুন আধুনিক সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, ‘এই সার কারখানা নির্মাণে ১৫ হাজার ৫০০ কোটি ২০ লাখ টাকার বেশি ব্যয় হবে। ইতোমধ্যে প্রকল্পের ৮০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের জুনে কারখানাটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।’
নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘এর পাশাপাশি বিদেশ থেকে ইউরিয়া আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে দেশের উত্তরাঞ্চলে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের জন্য সরকার ইতোমধ্যে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে।’
প্রাকৃতিক গ্যাসের প্রাপ্যতা বিবেচনা করে সার কারখানা নির্মাণের পরবর্তী উদ্যোগ নেওয়া হবে বলেও মন্ত্রী জানান।