January 16, 2026 - 2:06 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যভারতের চা উৎপাদন বেড়েছে ৬.২৫ শতাংশ

ভারতের চা উৎপাদন বেড়েছে ৬.২৫ শতাংশ

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : জুলাইয়ে গত বছরের একই সময়ের তুলনায় ভারতের চা উৎপাদন ৬.২৫ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৫০ লাখ ১০ হাজার কেজিতে। গত বছরের একই সময় যা ছিল ১৫ কোটি ৫২ লাখ ৯০ হাজার কেজি। উত্তর ও দক্ষিণ ভারতের প্রায় সব প্রদেশে উৎপাদন পরিস্থিতির উন্নতি ঘটায় প্রবৃদ্ধি এসেছে জাতীয় উৎপাদনে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

এ বিষয়ে ভারতীয় চা বোর্ডের দেয়া তথ্যমতে, উত্তর ভারতে জুলাইয়ে চা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৫.৩৬ শতাংশ বেড়েছে। উৎপাদন হয়েছে ১৪ কোটি ৩০ লাখ ৫০ হাজার কেজি। গত বছরের জুলাইয়ে ওই অঞ্চলে ১৩ কোটি ৫৭ লাখ ৭০ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। এর মধ্যে আসাম উপত্যকায় উৎপাদন ৭ শতাংশ বেড়ে ৮ কোটি ৪০ লাখ ৭০ হাজার কেজি, চাচার অঞ্চলে ৮ শতাংশ বেড়ে ৫৩ লাখ ৪০ হাজার কেজি ও পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলে ১১.৭ শতাংশ বেড়ে ২ কোটি ৮ লাখ ৯০ হাজার কেজিতে উন্নীত হয়েছে। অন্যদিকে, দার্জিলিং অঞ্চলে উৎপাদন প্রান্তিকভাবে কমে ১০ লাখ কেজিতে নেমেছে। হিমাচল প্রদেশের উৎপাদন বেড়ে ৪৫ লাখ ৬০ হাজার কেজিতে উন্নীত হয়েছে।

দক্ষিণ ভারতের মধ্যে তামিল নাড়ুতে উৎপাদন ১১.৪ শতাংশ বেড়ে ১ কোটি ৬৪ লাখ ২০ হাজার কেজিতে এবং কেরালায় ৫২ লাখ ২০ হাজার কেজিতে উন্নীত হয়েছে। কর্ণাটকে উৎপাদন কিছুটা বেড়েছে।

বৃহৎ বাগানগুলোয় উৎপাদন ৪.৭৭ শতাংশ বেড়ে ৮ কোটি ৯ লাখ ৯০ হাজার কেজিতে পৌঁছেছে। ক্ষুদ্র বাগানগুলোর উৎপাদন ৭.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৪০ লাখ ২০ হাজার কেজিতে।

শ্রেণীভেদে সিটিসি চায়ের উৎপাদন দাঁড়িয়েছে ১৪ কোটি ৯৪ লাখ ৪০ হাজার কেজিতে। এর মধ্যে উত্তর ভারতে ১৩ কোটি ১৫ লাখ ৯০ হাজার এবং দক্ষিণ ভারতে ১ কোটি ৭৮ লাখ ৫০ হাজার কেজি উৎপাদন হয়েছে। অর্থডক্স চায়ের উৎপাদন হয়েছে উত্তর ভারতে ৯৯ লাখ এবং দক্ষিণ ভারতে ৩৫ লাখ ৪০ হাজার কেজি।

চলতি বছরের জুনের তুলনায় দেশটিতে মোট চা উৎপাদন ১৯.১৭ শতাংশ বেড়েছে। ওই সময় ভারতে মোট ১৩ কোটি ৭৮ লাখ ৫০ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল।

চলতি বছর ভারতের চা রফতানি ১০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা করছেন দেশটির রফতানিকারকরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপ ও পারস্য উপসাগরীয় দেশগুলোয় চাহিদা কমে যাওয়াসহ নানা প্রতিবন্ধকতাই এর মূল কারণ। চলতি বছর রফতানিতে প্রবৃদ্ধি ফেরাতে সরকারের সহায়তা চেয়েছেন দেশটির রফতানিকারকরা। গত বছর ভারতের চা রফতানি ১৮ শতাংশ বেড়েছিল।

২০২২ সালে শ্রীলংকায় নিম্নমুখী উৎপাদনে লাভবান হয়েছিল ভারত। প্রতিদ্বন্দ্বী দেশটির পিছিয়ে পড়ার সুযোগে ভারত রফতানি বাড়াতে সক্ষম হয়। তবে এ বছর শ্রীলংকার চা রফতানি ঘুরে দাঁড়িয়েছে। ফলে রফতানি কমার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অন্যান্য প্রতিবন্ধকতার কারণেও রফতানি কমতে পারে।

ভারতীয় চা রফতানিকারক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অংশুমান কানোরিয়া বলেন, ‘‌ভারতীয় চায়ের প্রথাগত বাজারগুলোর মধ্যে অন্যতম ইরান। দেশটির সঙ্গে নতুন রফতানি চুক্তি স্বাক্ষরসংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। ছয় মাস ধরে এ সমস্যা চলছে।’

তিনি আরো বলেন, ‘‌২০ কোটি কেজি চার রফতানির লক্ষ্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। চলতি অর্থবছর পানীয় পণ্যটির রফতানি আগের অর্থবছরের তুলনায় ১০ শতাংশ কমার আশঙ্কা করা হচ্ছে। নেপাল থেকে সস্তা দামের চা আমদানিও রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলছে।’

চা বোর্ডের তথ্যানুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে ভারত সব মিলিয়ে ২২ কোটি ৮০ লাখ কেজি চা রফতানি করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...