অর্থ-বাণিজ্য: আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও কমেছে। বিশ্ববাজারে সরবরাহ পর্যাপ্ত রয়েছে। ফলে তেলবীজটির মূল্য হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বুধবার (৩০ আগস্ট) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন দর হারিয়েছে ৫ সেন্ট। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৩ ডলার ৮৬ সেন্টে।
এ নিয়ে টানা ২ দিন সিবিওটিতে পণ্যটির দরপতন ঘটলো। এর আগে তেলবীজটির সরবরাহ মূল্য গত ১ মাসের মধ্যে সর্বোচ্চে উঠেছিল। বৈশ্বিক বাজারে রপ্তানি কমায় এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়।
বিশ্ববিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এগ্রিভাইসরের পণ্য ঝুঁকি বিশ্লেষক কার্ল সেতজার বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে সয়াবিনের মজুত কিছুটা কমেছে। তবে বাকি বিশ্বে তেলবীজটির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে পণ্যটির দাম নিম্নমুখী আছে।
তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের শস্য উৎপাদন অঞ্চলে জোরকদমে সয়াবিন সংগ্রহ শুরু হবে। এবার পণ্যটির ভালো ফলন আশা করা হচ্ছে। শেষ পর্যন্ত এমনটি হলে তেলবীজটির দরে আরও নেতিবাচক প্রভাব পড়বে।
মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) নিশ্চিত করেছে, ইতোমধ্যে ২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন নতুন সয়াবিন বিক্রি করা হয়েছে। তবে কোন বাজারে তা করা হয়েছে সেটা উল্লেখ করা হয়নি।
২০১৬ সালের শেষ দিকের পর ভুট্টার তুলনায় সয়াবিনের ব্যবসা বেশি হচ্ছে। এতে আগামী বছরগুলোতে মার্কিন মুলুকে তেলবীজটির উৎপাদন বাড়তে পারে। ফলে দাম নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্পোরেট সংবাদ/এএইচ