October 9, 2024 - 4:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্য১৭০ মণ ইলিশ ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি

১৭০ মণ ইলিশ ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় আবুল খায়ের (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৭০ মণ ইলিশ। এগুলো ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে মিথুন এন্টারপ্রাইজ নামের একটি মৎস্য আড়তে এসব ইলিশ বিক্রি করা হয়।

মিথুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিথুন মিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে লক্ষ্মীপুর থেকে ‘এফবি রিভার মেড’ নামের একটি ট্রলারে ১৭ জন জেলেসহ মাঝি আবুল খায়ের সাগরে যান। গভীর সাগরে দিনে দুবার করে জাল ফেলার পর তার জালে ১৭০ মণ ইলিশ ধরা পড়ে। গতকাল বিকেলে তিনি এসব ইলিশ আড়তে নিয়ে আসেন। মাছ আড়তে নামানোর পরপরই আজ আবার জেলেদের নিয়ে গভীরে চলে গেছেন আবুল খায়ের।

তিনি আরও বলেন, ‘আজ আমরা এসব মাছ নিলামের মাধ্যমে ৪৮ হাজারে এক মণ, ৪২ হাজারে ৫৭ মণ, ৩৩ হাজারে ৬৮ মণ, ২৭ হাজারে ৯ মণ ও ১৫ হাজার টাকা দরে ৩৫ মণ বিক্রি করেছি। গত দুই বছরের মধ্যে আমার আড়তে এ জেলেই (আবুল খায়ের) সবচেয়ে বেশি ইলিশ নিয়ে এসেছেন।’

চলতি মৌসুমে জেলে আবুল খায়েরের জালে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে।তিনি বলেন, আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে অন্য জেলের জালেও বড় সাইজের বেশি পরিমাণ ইলিশ ধরা পড়বে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ