October 9, 2024 - 4:18 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যআরো ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

আরো ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : ভারত ছাড়াও আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন যে দেশগুলো থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হলো- চীন, মিশর, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিশর থেকে ৩ হাজার ৯১০ টন, কাতার থেকে ১ হাজার ১০০ টন, তুরস্ক থেকে ২ হাজার ১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন ও ইউএই থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত মোট ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে ৩ লাখ ৭৯ হাজার টন এসেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন:

ব্যবসায় স্থিতিশীলতা থাকলে দেশ এগিয়ে যাবে: পরিকল্পনামন্ত্রী

স‌র্বোচ্চ ২০ শতাংশ হারে ৪৩টি পণ্য পাবে নগদ সহায়তা

ইলিশ মাছের খনি দক্ষিণাঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ