অর্থ-বাণিজ্য ডেস্ক : সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৫০ টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি শুকনা মরিচ ৪০০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমাদের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার মনিটর করা হচ্ছে। যদি কেউ কোনো পণ্যের অহেতুক দাম বাড়ায় এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়, তাহলে আর্থিক জরিমানাসহ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’