অর্থ-বাণিজ্য ডেস্ক : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম এক দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকালের দিকে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক দিনের জন্য আমদানি-রপ্তানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে চিঠির মাধ্যমে আগে জানানো হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ওসি হাসান আহমেদ ভূঁইয়া জানান, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে এ বন্দর দিয়ে এক দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় মঙ্গলবার সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। স্থলবন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।