October 7, 2024 - 10:22 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলারোনাল্ডোর জন্য সৌদির ক্লাব ছেঁটে ফেললো আবু বকরকে!

রোনাল্ডোর জন্য সৌদির ক্লাব ছেঁটে ফেললো আবু বকরকে!

spot_img

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে নেওয়ার জন্যই সৌদি আরবের ক্লাব আল নাসের ছেঁটে ফেলেছে ক্য়ামেরুনের স্ট্রাইকার ভিনসেন্ট আবু বকরকে! এমনটাই রিপোর্ট ডেইলি মেইলের। সৌদি লিগের নিয়ম মেনে আট জন বিদেশি ফুটবলারকে রেজিস্টার করানো যায়। আল নাসের খুব ভালো ভাবেই জানত যে, রোনাল্ডোকে দলে নিতে হলে দলের যে কোনও এক বিদেশি ফুটবলারকে ছাড়তেই হবে, সেজন্যই তারা ছেঁটে ফেলল আবুবকরকে। ক্য়ামেরুনের তারকা চুক্তিভঙ্গের বিষয়ে সম্মতি জানিয়েছেন আল নাসেরকে।

একেবারে ঢাক ঢোল পিটিয়ে রোনাল্ডোকে নিয়ে এসেছে সৌদির বিখ্যাত ক্লাব। তিন বছরে ৬০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে, সিআরসেভেন (CR7) ইউরোপের অধ্যায় শেষ করেছেন। এশিয়ান ফুটবলে পা রেখেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

গত মঙ্গলবার রাতে একেবারে রাজার মতো বরণ করে নেওয়া হয়েছে রোনাল্ডোকে। তবে বিশ্বের সব চেয়ে ধনী ফুটবলার এবং স্পোর্টস মহারথীর লাইভ অ্যাকশনের অপেক্ষায় আল নাসেরের ফ্যানরা। ২১ জানুয়ারির আগে রোনাল্ডো মাঠে নামতে পারবেন না।

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়ে রোনাল্ডো দুই ম্যাচ নির্বাসিত হয়েছিলেন। ফিফার নিয়ম মেনে নির্বাসনের শাস্তি ভোগ না করেই যদি কোনও ফুটবলার অন্য কোনও ক্লাবে চলে যান, তাঁকে সেই ক্লাবে গিয়ে বকেয়া শাস্তি ভোগ করতে হবে। বিশ্বের যে কোনও দেশের যে কোনও লিগে খেললেই ফুটবলারের জন্য় নিয়ম বদলাবে না। যদিও এতে রোনাল্ডোর কোনও হেলদোল নেই। তিনি আছেন বিন্দাস মুডে। আল নাসের গত ম্যাচ জেতার পর সেটা বেশ বোঝা গিয়েছে। সতীর্থের গোলে দারুণ সেলিব্রেট করেছিলেন পর্তুগালের মহাতারকা। সিআরসেভেনের সেই ভিডিয়ো ক্লাবের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরালও হয়ে গিয়েছে।

আরও পড়ুন:

সিইও নয়, হলে বিসিবির প্রেসিডেন্টই হতে চান সাকিব

২২ জানুয়ারি সৌদি আরবে অভিষেক হচ্ছে রোনাল্ডোর

টেনিসকে বিদায় জানাবেন সানিয়া মির্জা

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ