October 9, 2024 - 10:28 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যবিশ্ববাজারে ডলারকে ছাপিয়ে ইউরো’র আধিপত্য

বিশ্ববাজারে ডলারকে ছাপিয়ে ইউরো’র আধিপত্য

spot_img

বিশ্ব বাজার: আন্তর্জাতিক বাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের মান কমেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোক্তা মূল্য সূচক প্রকাশ করবে দেশটির কর্তৃপক্ষ। যার ভিত্তিতে সুদের হার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেবে ফেডারেল রিজার্ভ (ফেড)। 

এর আগে সতর্ক অবস্থানে রয়েছেন ব্যবসায়ীরা। ডলারে বিনিয়োগ কমিয়েছেন তারা। এতে মার্কিন মুদ্রাটির মূল্যমান হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বুধবার (৯ আগস্ট) চীনের আরেক অর্থনীতির উপাত্ত প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, দেশটিতে পণ্য ও পরিষেবার চাহিদা হ্রাস পেয়েছে। এতে কার্যদিবসের শুরুতে গ্রিনব্যাকের অবমূল্যায়ন ঘটেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি ডলারের দাম স্থির হয়েছে ৭ দশমিক ২২৭ ইউয়ানে। 

অন্যান্য প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। বর্তমানে তা ১০২ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে।

এ প্রেক্ষাপটে ইউরোর দর বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির মূল্য নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ০৯৭৬ ডলারে। তবে পাউন্ড স্টার্লিংয়ের অবনমন ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দর দাঁড়িয়েছে ১ দশমিক ২৭২১ ডলারে।  

এছাড়া জাপানি মুদ্রার বিপরীতে প্রধান আন্তর্জাতিক কারেন্সি ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। ডলারপ্রতি বিক্রি হচ্ছে ১৪৩ দশমিক ৭০ ইয়েনে। 

ফোরেক্স অ্যান্ড রেটস কৌশলবিদ থিঁয়েরি উইজম্যানের নেতৃত্বে এক নোটে ম্যাককুয়ারি বিশ্লেষকরা বলেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি শিথিল হচ্ছে। কারণ, আবাসনের দাম কমেছে। ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) যা ৩৫ শতাংশ।

এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ