October 9, 2024 - 10:28 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যবিশ্ব বাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ব বাজারে কমলো স্বর্ণের দাম

spot_img

বিশ্ব অর্থনীতি: আন্তর্জাতিক বাজারে আরোও কমেছে স্বর্ণের দাম । যা গত ৪ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বুধবার (৯ আগস্ট) চীনের আরেক অর্থনীতির উপাত্ত প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, দেশটিতে পণ্য ও পরিষেবার চাহিদা হ্রাস পেয়েছে। ফলে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট।

এদিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের আগামী ডিসেম্বরের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ৭ ডলার ৮০ সেন্ট। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৫২ ডলার ১০ সেন্টে। আগের কার্যদিবসে যা ছিল ১৯৬০ ডলার ৫০ সেন্ট।

প্রতিবেদনে বলা হয়, দুর্বল ভোক্তা চাহিদার কারণে দ্বিতীয় বৃহত্তম বিশ্ব অর্থনীতি দুই বছরে প্রথমবারের মতো মুদ্রাস্ফীতি অঞ্চলে নেমে গেছে।

বিদায়ী জুলাইয়ে চীনের ভোক্তা মূল্য সূচক কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। পূর্বাভাস অবশ্য এরকমই ছিল।

চলতি সপ্তাহে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) এবং উৎপাদক মূল্য সূচক (পিপিআই) প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, গত মাসে জুনের চেয়ে এ দুই সূচকই বৃদ্ধি পাবে।

এর আগে ডলার সূচক সামান্য নিম্নমুখী হয়েছে। মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বগামী রয়েছে। একই সঙ্গে তেলের দর হালকা বেড়েছে। তাতে স্বর্ণের দাম ৪ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

সাম্প্রতিক সময়ে ওঠা-নামার মধ্যে রয়েছে স্বর্ণ। বিদায়ী জুলাইয়ে প্রতি আউন্সের সর্বোচ্চ দাম উঠে ২০০০ ডলারের ওপরে।   

গত জুনে তা সর্বনিম্ন ১৯৩৯ ডলার ২০ সেন্টে নিমে গিয়েছিল। চলতি মাসে যা আবার ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি সপ্তাহে আউন্সপ্রতি সর্বাধিক দর দাঁড়ায় ১৯৭২ ডলার ৮০ সেন্টে।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ