অর্থ-বাণিজ্য ডেস্ক : চলতি বছরের জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে, খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৯.৬৯ শতাংশ। এর আগের মাসে এই হার ছিল ৯.৭৪।
রোববার (৬ আগস্ট) বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। জুলাই মাসে ৯.৬৯ শতাংশ মূল্যস্ফীতি থাকার কারণে উঁচু মূল্যস্ফীতি নিয়েই অর্থবছর শুরু হলো।
গত ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ৯.০২ শতাংশ, যা বছরওয়ারি হিসাবে এক যুগের মধ্যে সর্বোচ্চ।
বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯.৭৬ শতাংশ। আগের মাস, অর্থাৎ জুনে এ হার ছিল ৯.৭৩। এর মানে, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে।
অন্যদিকে এ মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯.৪৭ শতাংশ। জুন মাসে ছিল ৯.৬০ শতাংশ। এ ছাড়া গ্রামে এখন সার্বিক মূল্যস্ফীতি ৯.৭৫ শতাংশ, শহরে এই হার ৯.৪৩।