ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃষ্টির মধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঝড়ো হচ্ছেন নেতাকর্মীরা। আজ শুক্রবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা কিছুটা বিলম্বিত হচ্ছে।
দুপুরের আগে থেকেই মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে দেখা গেছে। তবে বাধ সাধলো বৃষ্টি। বৃষ্টির কারণে প্রতিবাদ সমাবেশ শুরু হয়নি এখনও। বৃষ্টি উপেক্ষা করেই বিএনপি নেতাকর্মীদের সমাবেশস্থলে শোডাউন করতে দেখা গেছে। সরকারের বিরুদ্ধে নানান স্লোগানে ওই এলাকা মুখর করে তুলেছেন নেতাকর্মীরা।
আজকের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সমাবেশ সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
কর্পোরেট সংবাদ/এএইচ