January 14, 2026 - 7:34 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদন১ মাসে ‘প্রিয়তমা’র ২৭ কোটি টাকার টিকিট বিক্রি!

১ মাসে ‘প্রিয়তমা’র ২৭ কোটি টাকার টিকিট বিক্রি!

spot_img

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসায়িক রেকর্ড গড়লো শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা! গেল ঈদে মুক্তি পাওয়া এই ছবি দিয়ে একমাসেই প্রায় ২৭ কোটির টাকার টিকিট বিক্রি হয়েছে!

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় চতুর্থ সপ্তাহের গ্রস কালেকশন প্রকাশ করেন হিমেল! তিনি জানান, গেল সপ্তাহে ছবিটির ২ কোটি ৩৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে!

মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন সবমিলিয়ে পঞ্চম সপ্তাহে দেশের ৪৬ টি সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’।

পরিচালক হিমেল আশরাফ জানান, প্রথম সপ্তাহে ১০৯টি সিনেমা হল থেকে ১০ কোটি ৩০ লাখ, ২য় সপ্তাহে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৫ লাখ, তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ টাকার গ্রস কালেকশন হয়। চতুর্থ সপ্তাহের এই কালেকশন গিয়ে দাঁড়ায় ২৬ কোটি ৯৫ লাখে! ইতোমধ্যে ছবিটি ব্যবসায়িকভাবে অলটাইম ব্লকবাস্টারের তকমা পেয়েছে।

এদিকে, মুক্তির একমাস হয়ে গেলেও এখনও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে প্রিয়তমা। দেশের সবগুলো সিনেপ্লেক্সে দৈনিক ১৪টি শো প্রদর্শিত হচ্ছে প্রিয়তমা, ব্লকবাস্টারে ৭ শো এবং লায়ন সিনেমাসে ৪ টি করে শো প্রদর্শিত হচ্ছে।

এসব মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষরা জানান, হলিউডের ছবিগুলোর চেয়েও ঈদে বাংলা সিনেমা ভালো চলছে। এর মধ্যে প্রিয়তমা দর্শক চাহিদার শীর্ষে। দর্শকদের আগ্রহের কারণে দৈনিক শোগুলো প্রায় হাউজফুল যাচ্ছে।

সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, বাংলা সিনেমা দর্শক দেখে না এটা টোটালি ভুল প্রমাণ করেছে এবারের ঈদের ছবিগুলো। এরমধ্যে প্রিয়তমা নিয়ে দর্শকদের অনেক বেশী আগ্রহ দেখা গেছে। মুক্তির একমাস পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সের সব শাখার ‘প্রিয়তমা’ ভালো যাচ্ছে।

যমুনা ব্লকবাস্টার সিনেমাসের এসিস্ট্যান্ড মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, এখনও ‘প্রিয়তমা’র সর্বাধিক শো চলছে। ওয়ার্কিং দিনগুলোতে এর আগে হাওয়া ও পরাণ ভালো চলেছিল। তেমনভাবে প্রিয়তমা যাচ্ছে। অন্য বাংলা ছবিও খারাপ যাচ্ছে না, তবে প্রিয়তমা বেশী ভালো চলছে। বাংলা ছবির জন্য এটা দারুণ সংবাদ। ভালো ছবি নির্মাণ করলে দর্শক যে প্রেক্ষাগৃহমুখী হন এবং পরিবার নিয়ে আসেন সেটা আবার প্রমাণ করলো ‘প্রিয়তমা’।

সিনেমা হল মালিক সমিতির (সিঙ্গেল স্ক্রিন) আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, এখনও দেশের অধিকাংশ বড় বড় সিনেমা হলে টানা চলছে ‘প্রিয়তমা’। একটানা এতদিন কোনো ছবি চলা মানে সুপারডুপার হিট হওয়া। আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো বহুদিন পর আবার প্রিয়তমা দিয়ে জেগে উঠেছে। দেশের ছবি এমন ভালো চলছে ভিনদেশী ছবির দরকার হয় না।

গত ৭ জুলাই উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। মুক্তির পর থেকেই আশা জাগানিয়া ব্যবসা করছে সিনেমাটি। প্রথম সপ্তাহের পর এবার দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রির হিসাব প্রকাশ করলেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

জানানো হয়, দুই সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার গর্বের ১ লাখ ডলারের ক্লাবে ঢুকে গেল ‘প্রিয়তমা’। দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১২ হাজার ডলার। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি সাড়ে ২১ লাখ টাকা!

এদিকে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পঞ্চম সপ্তাহে দেশের ৪৬ টি সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। ফলে এই সপ্তাহ শেষে আয়ের পরিমাণ আরও বাড়বে সেটা ধরেই নেওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

আরও পড়ুন:

সেন্সর সনদ পেল বঙ্গবন্ধুর বায়োপিক

নিউ ইয়র্কে সাবিনার গান শুনতে কেউ বারণ করেনি তসলিমাকে

শাহরুখের সঙ্গে নাচলেন এক হাজার নারী (ভিডিও)

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়, বছরব্যাপী স্বাস্থ্যঝুঁকি

কর্পোরেট সংবাদ ডেস্ক: বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়; বরং এটি সারা বছরব্যাপী একটি স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। মাসভিত্তিক ডাটা বিশ্লেষণে দেখা গেছে, এখন আর...

সিইএস ২০২৬-এ ভবিষ্যতের টেলিভিশন প্রযুক্তি তুলে ধরল স্যামসাং

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬ শেষ হয়েছে। এবার মেলায় প্রদর্শিত হয় ভবিষ্যতের নানা প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্মার্ট...

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা ২০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভা আগামী ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য...

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

কর্পোরেট সংবাদ ডেস্ক : চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ...

বিশ্বকাপ ফুটবল ট্রফি এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ট্রফি বিশ্ব ভ্রমণ করছে। তারই অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় এসেছে। তবে ট্রফিটি সবার...

সাতক্ষীরায় ইয়াবা-দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা ও ৬টি দেশীয় দেশীয় অস্ত্রসহ...