কর্পোরেট ডেস্ক: খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। সম্প্রতি ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রাঃ) লিমিটেডের পরিচালক শেখ খাজাউদ্দিন গ্রেফতার হয়েছেন।
প্রতিষ্ঠানটির ১৪২ কোটি ৬৫ লক্ষ ৯৫ হাজার টাকা আদায়ের লক্ষ্যে ১২-০১-২০২৩ তারিখে ঢাকার অর্থঋণ আদালত-১ এ অর্থজারী মোকদ্দমা নং- ১৭/২০২৩ দায়ের করে অগ্রণী ব্যাংক। উক্ত মামলায় বিজ্ঞ আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১) ধারায় গত ২৫ মে ২০২৩ মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান মিসেস রওশন আরা রহমান গং দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই ধানমন্ডি থানা পুলিশ প্রতিষ্ঠানটির পরিচালক শেখ খাজাউদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।
কর্পোরেট সংবাদ/এএইচ