চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালংকার ও মোবাইল চুরির ঘটনায় মোঃ দুলাল (৬১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। গ্রেপ্তার আসামির কাছ থেকে চোরাই স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর।
ঘটনা সূত্রে জানা যায়, জনৈক রীতা মজুমদার (৩৫) কোতোয়ালি থানাধীন লালদীঘির পশ্চিম পাড়স্থ গণশৌচাগারের ক্যাশিয়ার হিসেবে কর্মরত আছেন। গত ২০ জুলাই সকাল সাড়ে ৮ টার সময় অজ্ঞাতনামা এক পুরুষ। বয়স অনুমান ৬০ বছর। শৌচাগারে এসে মজুমদারের সাথে পরিচিত হন। জিজ্ঞাসাবাদে সে গাইবান্ধা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তার ছেলেকে দেখতে এসেছেন বলে জানান। পরবর্তীতে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে উক্ত গণশৌচাগারে গোসল করে বাদীর সাথে মোবাইল নাম্বার বিনিময় করে ঘটনাস্থল থেকে চলে যান।
পরে দুপুরের দিকে বাদীকে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করে কৌশলে বাইরে ডেকে নিয়ে যান। মজুমদারকে কে নাস্তা করানোর কথা বলে কোতোয়ালি থানাধীন টেরিবাজার মোড়স্থ বিরিয়ানির দোকানের ভিতরে নিয়ে যান। আসামির জোড়াজুড়িতে তার কিনে নেওয়া সন্দেশ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন।
জ্ঞান ফেরার পরে তিনি নিজেকে বাসায় দেখতে পান এবং দেখতে পান তাহার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, হাতের আংটি, মোবাইল ফোন কোন কিছুই সাথে নেই। পরিবারের লোকজনের নিকট থেকে জানতে পারেন পথচারীর সহযোগিতায় উদ্ধারপূর্বক তাকে অসুস্থ অবস্থায় জেনারেল হসপিটালে চিকিৎসা করা হয় এবং পরবর্তীতে বাসায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে ভুক্তভোগি থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা ওই আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করেন। ২৩ জুলাই কোতোয়ালি থানায় মামলা হয়। মামলা নং- ৩৮। এস আই মোঃ খায়রুল বাসার সাজিদ এ মামলার তদন্তভার গ্রহণ করেন।
তিনি মামলার তদন্তভার গ্রহণ করে ঘটনাস্থলসহ আশপাশের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনাকালে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এর ভিত্তিতে আসামী মোঃ দুলাল (৬১) কে সনাক্ত করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার দাউদকান্দি, নরসিংদী জেলাসহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ দুলাল (৬১) কে আটক করেন।
আটক আসামীর নিকট হতে বাদীর চোরাই যাওয়া মোবাইল ফোন, স্বর্ণের আংটি, স্বর্ণের কানের দুল, স্বর্ণের চেইন লকেট জব্দ করা হয়। পুলিশী জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মানুষের সামনে অসহায়ত্বের ভাব নিয়ে কৌশলে খাবারের সাথে চেতনাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে সাথে থাকা মালামাল চুরি করেন।
কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কর্পোরেট সংবাদ/এএইচ