নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেডের সাথে সমঝোতা চুক্তি করেছে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। রাজধানীর মতিঝিলে সিটি ব্রোকারেজের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়েছে।
সিটি ব্রোকারেজ সূত্রে এই তথ্য জানা গেছে।
এই চুক্তির ফলে এখন থেকে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের গ্রাহকরা সিটি ব্রোকারেজের মাধ্যমে শেয়ার কেনাবেচা করতে পারবেন। সিটি ব্রোকারেজের নিজস্ব অ্যাপ সিটি ইনফিনিটির মাধ্যমেও লেনদেন করতে পারবেন তারা।
সিটি ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম আফফান ইউসুফ এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের সিইও শিবলী আরমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আলোচিত চুক্তিতে সই করেন। এ সময় সিটি ব্রোকারেজের হেড অব সেলস মো: সাইফুল ইসলাম, হেড অব করপোরেট সেলস মো: সাইফুল ইসলাম মাসুম, হেড অব রিসার্চ একেএম ফজলে রাব্বি এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের হেড অব পোর্টফোলিও রাত-উল-আমিন উপস্থিত ছিলেন।